Dhaka , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তিতে ২ দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন

print news

 

 

রিপন মারমা, কাপ্তাইঃ

 

এই যেন নবীন প্রবীনদের মেলবন্ধন। বহু বছর পর পুরানো বন্ধুদের পেয়ে কুশলাদি বিনিময়,সেই সাথে স্কুল বেলার স্মৃতি রোমন্থন। পেছনে ফেলে আসা অতীতকে ফিরে পাবার  আকুতি। ছবি তোলা, পরিবারের খবর নেওয়া, হাসি আড্ডায় মুখরিত অনুষ্ঠানস্থল।

 

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ  কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি (রুবি জয়ন্তী) ও প্রথম রি- ইউনিয়ন উপলক্ষে রুবি জয়ন্তী ও রি – ইউনিয়ন উদযাপন কমিটির আয়োজনে দুইদিন ব্যাপি বর্নাঢ়্য আয়োজন শুক্রবার (১০ জানুয়ারি) হতে স্কুল মাঠে শুরু হয়েছে।

 

এদিন সকাল সাড়ে ৮ টায় স্কুল সংলগ্ন মাঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মেল বন্ধনে এসেম্বেলি অনুষ্ঠিত হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, শপথ, জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পত্রিকা উত্তোলন শেষে স্কুল মাঠ হতে আনন্দ র‍্যালি বের করা হয়। বাদ্য যন্ত্র বাজিয়ে এবং থিম সঙ্গীত গেয়ে বর্নিল সাজে সজ্জিত হয়ে প্রায় ১২ শত  রেজিষ্ট্রেশনকৃত প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকরা এই আনন্দ র‍্যালিতে অংশ নেন।

 

র‍্যালিটি স্কুল প্রাঙ্গন হতে শুরু হয়ে কাপ্তাই নতুনবাজার, কার্গো, বিএসপিআই এবং কাপ্তাই শিল্প এলাকা প্রদক্ষিণ করে আবারও স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়।

 

এরপর আনুষ্ঠানিকভাবে রুবি জয়ন্তীর বেলুন, ফেস্টুন ও শান্তির পায়রা উড়িয়ে ২ দিনব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন করেন কাপ্তাই জোন কমান্ডার লে: কর্নেল নূর উল্লাহ জুয়েল পিএসসি।

 

উদ্বোধন শেষে এদিন সকাল সাড়ে ১০ টায় স্কুল সংলগ্ন মাঠে আলোচনা সভা এবং শিক্ষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

Messenger creation 53F2A325 F36E 4DFF B597 83F468EBF28F

এসময় তিনি বলেন, রি- ইউনিয়ন এর মাধ্যমে আজ নবীন প্রবীনদের মেলবন্ধন হয়েছে। এই মিলন মেলায় এসে আজ আমার অনেক ভালো লেগেছে।

 

রুবি জয়ন্তী এবং প্রথম রি- ইউনিয়ন উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন এর সভাপতিত্বে এবং স্কুলের সাবেক শিক্ষার্থী নুর মোহাম্মদ বাবু, ফেরদৌসি ইসলাম মনি, মো: হযরত আলী সুমন এবং আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্বোধক কাপ্তাই জোন কমান্ডার লে: কর্নেল নূর উল্লাহ জুয়েল পিএসসি, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, কাপ্তাই থানার ওসি মো মাসুদ, কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশন এর এলপিসি শাখার সহ ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু, প্রাক্তন প্রধান শিক্ষক নুরুল হক এবং মোজাম্মেল হক, স্কুলের প্রাক্তন ছাত্র ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা।

 

স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহবায়ক মো: এনামুল হক সুমন ও সদস্য সচিব মো: শাহাদাত হোসেন রিপন।

 

এদিকে এদিন বিকেলে স্মৃতিচারণ, স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং কাপ্তাই  উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ফিডব্যাক তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে হবে।

 

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

বাবার সাথে ঘুরতে গিয়ে ঝরে গেল নিষ্পাপ শিশুর প্রাণ

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তিতে ২ দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন

প্রকাশিত: ৭ ঘন্টা আগে
print news

 

 

রিপন মারমা, কাপ্তাইঃ

 

এই যেন নবীন প্রবীনদের মেলবন্ধন। বহু বছর পর পুরানো বন্ধুদের পেয়ে কুশলাদি বিনিময়,সেই সাথে স্কুল বেলার স্মৃতি রোমন্থন। পেছনে ফেলে আসা অতীতকে ফিরে পাবার  আকুতি। ছবি তোলা, পরিবারের খবর নেওয়া, হাসি আড্ডায় মুখরিত অনুষ্ঠানস্থল।

 

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ  কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি (রুবি জয়ন্তী) ও প্রথম রি- ইউনিয়ন উপলক্ষে রুবি জয়ন্তী ও রি – ইউনিয়ন উদযাপন কমিটির আয়োজনে দুইদিন ব্যাপি বর্নাঢ়্য আয়োজন শুক্রবার (১০ জানুয়ারি) হতে স্কুল মাঠে শুরু হয়েছে।

 

এদিন সকাল সাড়ে ৮ টায় স্কুল সংলগ্ন মাঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মেল বন্ধনে এসেম্বেলি অনুষ্ঠিত হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, শপথ, জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পত্রিকা উত্তোলন শেষে স্কুল মাঠ হতে আনন্দ র‍্যালি বের করা হয়। বাদ্য যন্ত্র বাজিয়ে এবং থিম সঙ্গীত গেয়ে বর্নিল সাজে সজ্জিত হয়ে প্রায় ১২ শত  রেজিষ্ট্রেশনকৃত প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকরা এই আনন্দ র‍্যালিতে অংশ নেন।

 

র‍্যালিটি স্কুল প্রাঙ্গন হতে শুরু হয়ে কাপ্তাই নতুনবাজার, কার্গো, বিএসপিআই এবং কাপ্তাই শিল্প এলাকা প্রদক্ষিণ করে আবারও স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়।

 

এরপর আনুষ্ঠানিকভাবে রুবি জয়ন্তীর বেলুন, ফেস্টুন ও শান্তির পায়রা উড়িয়ে ২ দিনব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন করেন কাপ্তাই জোন কমান্ডার লে: কর্নেল নূর উল্লাহ জুয়েল পিএসসি।

 

উদ্বোধন শেষে এদিন সকাল সাড়ে ১০ টায় স্কুল সংলগ্ন মাঠে আলোচনা সভা এবং শিক্ষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

Messenger creation 53F2A325 F36E 4DFF B597 83F468EBF28F

এসময় তিনি বলেন, রি- ইউনিয়ন এর মাধ্যমে আজ নবীন প্রবীনদের মেলবন্ধন হয়েছে। এই মিলন মেলায় এসে আজ আমার অনেক ভালো লেগেছে।

 

রুবি জয়ন্তী এবং প্রথম রি- ইউনিয়ন উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন এর সভাপতিত্বে এবং স্কুলের সাবেক শিক্ষার্থী নুর মোহাম্মদ বাবু, ফেরদৌসি ইসলাম মনি, মো: হযরত আলী সুমন এবং আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্বোধক কাপ্তাই জোন কমান্ডার লে: কর্নেল নূর উল্লাহ জুয়েল পিএসসি, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, কাপ্তাই থানার ওসি মো মাসুদ, কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশন এর এলপিসি শাখার সহ ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু, প্রাক্তন প্রধান শিক্ষক নুরুল হক এবং মোজাম্মেল হক, স্কুলের প্রাক্তন ছাত্র ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা।

 

স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহবায়ক মো: এনামুল হক সুমন ও সদস্য সচিব মো: শাহাদাত হোসেন রিপন।

 

এদিকে এদিন বিকেলে স্মৃতিচারণ, স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং কাপ্তাই  উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ফিডব্যাক তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে হবে।