নিজস্ব প্রতিবেদক:
পাহাড়ে নব্য সংগঠিত সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক চেওসিম বম(৫৫) কে বিশেষ যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার বাড়ি থেকে দুইটি বন্দুক (ইয়ারগান) উদ্ধার করা হয়।
আজ (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় বান্দরবান জেলা পরিষদের অডিটোরিয়ামে র্যাব-১৫ এর ক্যাম্প কমান্ডার লে: কর্ণেল এইচএম সাজ্জাদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত চেওসিম বম বান্দরবান সুয়ালক ইউনিয়নের ৬ নং ওয়ার্ড শ্যারণ পাড়ার মৃত বোয়াল খুব বমের ছেলে।
সংবাদ সম্মেলনে বলা হয়, গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেওসিম বমের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পাওয়ায় তার বাড়ি ঘেরাও করে বাড়িতে প্রবেশ করে স্টিলের আলমারির ভিতর লুকিয়ে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে জীবজন্তু মারার বন্দুক (এয়ারগান) উদ্ধার করা হয়।
বান্দরবান জেলার মধ্যে প্রথম কেএনএফ কমিটি গঠন করেছিল এবং কেএনএফের প্রধান নাথান বমের সাথে আত্মীয়তা সম্পর্ক রয়েছে। জামাতুল আসনার ফিল ইন্দাল শারক্কিয়ার (জঙ্গি) নেতা শামীম মাহফুজ এবং নাথান বমের সাথে অর্থের বিনিময়ে প্রশিক্ষণের চুক্তি শ্যারণ পাড়ার চেওসিম বমের বাড়িতে জঙ্গি গ্রুপে চুক্তি হয়েছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।