নিজস্ব প্রতিবেদক:
সেনা প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, কেএনএফ যখন তাদের সব কিছু করে ফেলেছে তখন তারা ধীরে সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছে। তাদের বিরুদ্ধে আমরা কম্বাইন্ড অপারেশন শুরু করেছি।
আজ রবিবার (৭এপ্রিল) দুপুরে সদর সেনা জোনের মাঠে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর যে দায়িত্বগুলো পালন করা বিশেষ করে যৌথ অভিযানে নেতৃত্ব দেয়া তা পেশাদারিত্বের সাথে পালন করবো। আমাদের অলরেডি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়ে গেছে। তিনি আরো বলেন, ইতিমধ্যে অভিযান চালিয়ে ২টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে এ অস্ত্রগুলো লুটে নেয়া অস্ত্র কিনা তা জানতে পারিনি।
তিনি আরো বলেন, কেউ যদি দেশের ক্ষতি করছে, দেশের জনগণের ক্ষতি করছে, সেটা রোধ করতে যদি আমাদের শক্ত অবস্থানে যেতে হয়, অবশ্যই যাবো। কিন্তু সেটা আমাদের প্রাথমিক লক্ষ্য না, আমরা শান্তিপূর্ণভাবে সবকিছুর সমাধান চাই। যদি সন্ত্রাসীরা স্বেচ্ছায় আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। অন্যথায় কঠোর হাতে দমন করা হবে বলে জানান সেনা প্রধান।
এ সময় সেনা প্রধান এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সেনাবাহিনীর বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তারা ও বান্দরবানে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।