জেলা প্রতিনিধি, গাইবান্ধাঃ
কোটা সংস্কারের দাবি এবং শিক্ষার্থী হত্যার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে গাইবান্ধা। আজ বুধবার দুপুরে জেলা শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দল বেঁধে পৌরপার্কে সমবেত হয়। সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের নং রেলগেটের সামনে অবস্থান নিয়ে সড়ক এবং রেলপথ অবরোধ করে।
এ সময় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। ঘন্টাব্যাপী চলা অবরোধ শেষে তারা রেলগেট সংলগ্ন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায় এবং অফিসের সামনে রাখা পাঁচ-ছয়টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নি সংযোগ করে। পরে অফিসের ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে।
বিক্ষোভ এবং অবরোধ চলাকালীন সময়ে তারা নিজেদের রাজাকার রাজাকার বলে দাবি করে এবং সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। পাশাপাশি শহরের বেশকিছু ফেস্টুন ব্যানার ভাংচুর করে। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে জেলা বিএনপির কার্য়ালয়ে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদনে গ্যাস নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় বেশ কয়েকজন সংবাদকর্মী সহ ২০/২৫ জন আহত হন।
অবরোধ চলাকালীন আন্দোলনকারীরা দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের বর্বর এবং পৈশাচিক হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, সরকার শিক্ষার্থীদের একটি ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।
মন্তব্য করুন