এদিকে, ভাইস চেয়ারম্যান পদে ৪জন মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থীতা প্রত্যাহারের আগের দিন ৩ জন প্রার্থী প্রত্যাহার করায় ভাইস চেয়ারম্যান পদে লাথোয়াই মার্মা বিনা ভোটেই জয়ের নিশ্চিত করেছেন।
বিগত উপজেলা নির্বাচনের চেয়ে এবারে চির প্রতিদ্বন্দ্বিতায় পুরো কাউখালী উপজেলা জুড়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনারস প্রতীকে মোঃ সামশুদ্দোহা চৌধূরী ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে সাবেক ভাইস চেয়ারম্যান মংসুইউ চৌধূরী (দুমং) এর মধ্যে তুমুল লড়াই চির প্রতিদ্বন্দ্বিতা পাল্টাপাল্টি সমালোচনার অভিযোগ সহ নির্বাচন আচরনবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে সরেজমিনে গিয়ে উভয়ের কর্মসুচীর সভাসমাবেশ, ঘরোয়া বৈঠকে, পথসভায় ভোটারদের কাছে নানা ধরনের আশ্বাস, উন্নয়নের কথা তুলে ধরা, সুযোগ-সুবিধা প্রদান সহ বয়স্কদের ভাতা, ভিজিএফ কার্ড ইত্যাদি কথা দিয়ে ভোটারদের মন ভূলানোর কৌশলগত বিনিময় ও সৌজন্য সাক্ষাত করেছেন।
অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে সাবেক ভাইস চেয়ারম্যান মংসুইউ মারমা বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের অধীনে উপজেলা নির্বাচনটি খুবই চ্যালেঞ্জিং নির্বাচন। এ সরকারের অধীনে অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনের সংশয় দেখা দিয়েছে। বর্তমানে ক্ষমতাসীনদের দৌরাত্ন্যর কারনে কাউখালীতে নিরপেক্ষ নির্বাচন অবাধ ও সুষ্টু পরিবেশে সম্পন্ন হবে কিনা প্রশ্নবিদ্ধ। তাছাড়া কাউখালী উপজেলায় বেশ কয়েকটি ভোট কেন্দ্র ক্ষমতাসীনদের অনুকুলে থাকায় ঐসব কেন্দ্রে ঘোড়া সমর্থক কর্মীদের নীরবতা পালন ও লাফালাফির ভয়ভীতির অভিযোগ পাওয়া গেছে বলে জানান। তবে এবারে উপজেলা নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগ প্রার্থী আনারস প্রতীকে সামশুদ্দোহা চৌধূরীর সঙ্গে তুমুল হাড্ডা-হাড্ডি ভোটের লড়াই হবে বলে ঘোড়া প্রতীক প্রার্থী মংসুইউ মারমা জানান।
বর্তমান ক্ষমতাসীন সরকার দলীয় আনারস প্রতীকে প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ সামশুদ্দোহা চৌধূরী বলেন, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আওয়ামীলীগ সরকার দেশের স্বার্থে জনগণের কল্যানে নিরলস কাজ করে যাচ্ছে। এই সরকারের অধীনে দেশের উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। সুতরাং আগামী ৮ মে উপজেলা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে পুনরায় চেয়ারম্যান হিসেবে মনোনীত করতে ভোটারদের প্রতি অনুরোধ জানান।