বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়িঃ
বিশ্বজুড়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। এ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলায় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ আয়োজনে সহযোগিতা করেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি, এএলআরডি, Sangat (A Feminist Network), বিএনপিএস, তৃণমূল উন্নয়ন সংস্থা, বাদাবন সংঘ, জাবারাং কল্যাণ সমিতি, আলো, ওয়াইডব্লিউসিএ, ডব্লিউএএফ, দুর্বার নেটওয়ার্ক কর্মসূচি ও নারীপক্ষ। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও নারী নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুষ্মিতা খীসা, প্রাক্তন প্রধান শিক্ষক নব কমল চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের আবাসন বিষয়ক সম্পাদক চাইথোয়াই মারমা এবং বিএমএসসির জেলা কমিটির সভাপতি আওয়াবাই মারমা। উদযাপন কমিটির আহ্বায়ক নমিতা চাকমার সভাপতিত্বে এবং সদস্য সচিব গীতিকা ত্রিপুরার সঞ্চালনায় দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। ধারণাপত্র পাঠ করেন উইমেন একটিভিস্ট ফোরামের সদস্য উখি চাকমা।
মানববন্ধন শেষে, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “নারী ও কন্যা শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে একত্রিত হউন” প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রধান অতিথি, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, নারীর শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং আর্থিক স্বাবলম্বিতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বিশ্বজিৎ চাকমা, কাবিদাং এর নির্বাহী পরিচালক লালসা চাকমা এবং তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা। বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, অধিকার রক্ষা এবং একটি নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।