রিপন ওঝা, মহালছড়িঃ
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় পার্বত্য প্রতিমন্ত্রী জননেতা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সহধর্মীনি মল্লিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, জেলা পরিষদ সদস্যগণসহ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন, জেলার সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ স্মরণে সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
সকল ভাষা শহীদদের স্ণরনে রাজনৈতি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবরদন করেন।