সাইফুল ইসলাম, রামগড়ঃ
”দেশপ্রেম, সম্প্রীতি, উন্নয়ন, আমার পাহাড়-আমার জীবন দল যার যার নাগরিক পরিষদ সবার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতি ধর্মের মানুষের স্বার্থ রক্ষায় নিবেদিত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে হোটেল উডল্যান্ড প্রাঙ্গনে জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব মো. আলমগীর কবির, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আলম খাঁন, স্থায়ী কমিটির সদস্য রুহুল আমিন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ, অর্থ সম্পাদক লোকমান হোসাইন, জেলা যুগ্ন আহ্বায়ক সাংবাদিক মো. নিজাম উদ্দিন, জেলা সদস্য সচিব এস এম মাসুম রানা সহ কেন্দ্রীয় কমিটি, জেলা, উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।