সাইফুল ইসলাম, (রামগড়) খাগড়াছড়িঃ
নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায় রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে পার্বত্য জেলা খাগড়াছড়িতে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়ার সভাপতিত্বে ২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকেল ৪ ঘটিকার সময় শাপলা চত্বরে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিনাত বীতি, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ সভাপতি আবু ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক এমএন আফছার, যুগ্ম সম্পাদক সম্পাদক এড.মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুরব রাজা, সহ সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা জিয়া পরিষদের সভাপতি মোজাম্মেল হক, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান, প্রমুখ।
এসময় জেলা ও বিভিন্ন উপজেলা পৌর এবং ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ,সহ যুবদল, সেচ্চাসেবক দল, ছাত্রদল, জিয়া পরিষদ, তাতী দল,শ্রমিক দল, এর নেতৃবৃন্দ, সহ বিভিন্ন স্থরের নেতা কর্মী ও খাগড়াছড়ির বিএনপি মনা মানুষ জনসভায় উপস্থিত ছিলেন। ।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা