সিএইচটি বার্তা ডেস্কঃ
খাগড়াছড়ির সাজেক যাওয়ার পথে গত সোমবার (৩ মার্চ) দীঘিনালা উপজেলার নয় মাইল এলাকা থেকে আট পর্যটককে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় এক নারীসহ চার অ-উপজাতীকে (বাঙ্গালী) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৯ মার্চ) রাতে দীঘিনালা উপজেলার চিটিং টিলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া। গ্রেফতারকৃতরা হলেন- বেলাল, আজিবুর রহমান, সহিদুল এবং সুফিয়া বেগম। তারা চিটিং টিলা এলাকার বাসিন্দা। অপহ্নত ৮ পর্যটককে অপহরণকারী সবাই দীঘিনালার অস্থায়ী বসতিকারী এবং অ-উপজাতী (বাঙ্গালী) বলে জানান অপহ্নতরা।
ওসি জাকারিয়া আরও বলেন, গত ২ মার্চ রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুরে বাসিন্দা মো. খলিলুর রহমানসহ তারা আট বন্ধু মিলে সাজেক ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে খাগড়াছড়িতে আসেন। পরেরদিন (৩ মার্চ) খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
সকাল আনুমানিক সোয়া ১০টা থেকে সাড়ে ১০টায় দীঘিনালার নয় মাইল এলাকায় পৌঁছালে অপহরণকারীরা গাড়িটি গতিরোধ করে পার্শ্ববর্তী একটি আমবাগানের দিকে নিয়ে যায়। সেখানে সারারাত আটকে রেখে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আনুমানিক সাত লাখ লক্ষাধিক মুক্তিপণ আদায় করেন। পরদিন গত ৪ মার্চ অপহ্নতদেরকে ছেড়ে দেয়।
এরপর স্থানীয়দের সহযোগিতায় টাকা উদ্ধারের চেষ্টা করা হলে অবশেষে মুক্তিপনের ঘটনাটি দীঘিনালা থানায় অভিযোগ দায়ের করেন।
এসময় ওসি জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে বেলাল, আজিবুর রহমান, সহিদুল এবং সুফিয়াকে আটক করা হয়। আটককৃতদের একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা অপহরণের ব্যাপারে প্রাথমিকভাবে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার (১০ মার্চ) দুপুরে আটককৃত ব্যক্তিদের আদালত সোর্পদ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা