Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খাগড়াছড়ির মহালছড়িতে ‘হোপ ফর চিলড্রেন’ এর আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সহ ওষুধ বিতরণ

print news

 

 

বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়িঃ

 

বিলিভার্স ইস্টার্ন চার্চ কর্তৃক পরিচালিত ‘হোপ ফর চিলড্রেন-মাইসছড়ি সেন্টার’ এর আয়োজনে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের মাইসছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার (২৩ নভেম্বর ২০২৪) দিনব্যাপী শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি প্রকল্পের আওতায় ১৪টি পাড়ার শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যার মধ্যে রয়েছে: নোয়াপাড়া, চৌধুরী পাড়া, রত্নসেন পাড়া, মানিকছড়ি জয়সেন পাড়া, হেডম্যান পাড়া, ডিপি পাড়া, স্কুল পাড়া, নরেন্দ্র পাড়া, লম্বাছড়া (তৈসা কলক), থলি পাড়া, পুকুর পাড়া, ২৫ পরিবার পুনবার্সন পাড়া, ৩০ পরিবার পুনবার্সন পাড়া, বলি পাড়া। প্রকল্পের আওতায় মাইসছড়ি ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের উপ সহকারী মেডিকেল অফিসার লেটিন চাকমা, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ফ্লোরেন্স মিরা বিশ্বাস এবং নুনছড়ি কমিউনিটি ক্লিনিকের ইনচার্জ যবনিকা ত্রিপুরা অংশগ্রহণ করেন।

 

এছাড়াও, মাইসছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াম্রাসং মারমা, খাগড়াছড়ি ডায়োসিস অফিসের ডিকন শরৎ ত্রিপুরা, সেন্ট টিমটি বিলিভার্স ইস্টার্ন চার্চের ডিকন বিমন্ত ত্রিপুরা, হোপ ফর চিলড্রেন, মাইসছড়ি প্রজেক্টের কোঅর্ডিনেটর সুনীল কান্তি ত্রিপুরা, সমাজকর্মী কৃষ্ণ জ্যোতি ত্রিপুরা, শিপু চাকমা, এবং প্রজেক্টের চাইল্ড মনিটরিং ভলান্টিয়ার টিচার উনেয়ি রাখাইন উপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে নুনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী যুকেশ ত্রিপুরা বলেন, “এমন কার্যক্রম আমাদের অনেক উপকারে এসেছে। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা পেয়ে আমরা আনন্দিত।” এছাড়া, নরেন্দ্র কার্বারী পাড়া থেকে আসা প্রথম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক রিটন ত্রিপুরা বলেন, “এমন উদ্যোগে আমাদের সন্তানদের জন্য অনেক উপকার হবে।

 

হোপ ফর চিলড্রেন এর মাইসছড়ি প্রকল্পের কো-অর্ডিনেটর সুনীল কান্তি ত্রিপুরা বলেন, “আমরা এই উদ্যোগের মাধ্যমে এলাকার শিশুদের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছি, এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব।”

 

খাগড়াছড়ি ডায়োসিস অফিসের ডিকন শরৎ ত্রিপুরা স্বাস্থ্য পরীক্ষা চলাকালীন পরিদর্শনকালে বলেন, “এ ধরনের কার্যক্রম শিশুদের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এ ধরণের উদ্যোগ আরও বৃদ্ধি করতে হবে”

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

খাগড়াছড়ির মহালছড়িতে ‘হোপ ফর চিলড্রেন’ এর আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সহ ওষুধ বিতরণ

প্রকাশিত: ০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
print news

 

 

বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়িঃ

 

বিলিভার্স ইস্টার্ন চার্চ কর্তৃক পরিচালিত ‘হোপ ফর চিলড্রেন-মাইসছড়ি সেন্টার’ এর আয়োজনে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের মাইসছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার (২৩ নভেম্বর ২০২৪) দিনব্যাপী শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি প্রকল্পের আওতায় ১৪টি পাড়ার শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যার মধ্যে রয়েছে: নোয়াপাড়া, চৌধুরী পাড়া, রত্নসেন পাড়া, মানিকছড়ি জয়সেন পাড়া, হেডম্যান পাড়া, ডিপি পাড়া, স্কুল পাড়া, নরেন্দ্র পাড়া, লম্বাছড়া (তৈসা কলক), থলি পাড়া, পুকুর পাড়া, ২৫ পরিবার পুনবার্সন পাড়া, ৩০ পরিবার পুনবার্সন পাড়া, বলি পাড়া। প্রকল্পের আওতায় মাইসছড়ি ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের উপ সহকারী মেডিকেল অফিসার লেটিন চাকমা, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ফ্লোরেন্স মিরা বিশ্বাস এবং নুনছড়ি কমিউনিটি ক্লিনিকের ইনচার্জ যবনিকা ত্রিপুরা অংশগ্রহণ করেন।

 

এছাড়াও, মাইসছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াম্রাসং মারমা, খাগড়াছড়ি ডায়োসিস অফিসের ডিকন শরৎ ত্রিপুরা, সেন্ট টিমটি বিলিভার্স ইস্টার্ন চার্চের ডিকন বিমন্ত ত্রিপুরা, হোপ ফর চিলড্রেন, মাইসছড়ি প্রজেক্টের কোঅর্ডিনেটর সুনীল কান্তি ত্রিপুরা, সমাজকর্মী কৃষ্ণ জ্যোতি ত্রিপুরা, শিপু চাকমা, এবং প্রজেক্টের চাইল্ড মনিটরিং ভলান্টিয়ার টিচার উনেয়ি রাখাইন উপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে নুনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী যুকেশ ত্রিপুরা বলেন, “এমন কার্যক্রম আমাদের অনেক উপকারে এসেছে। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা পেয়ে আমরা আনন্দিত।” এছাড়া, নরেন্দ্র কার্বারী পাড়া থেকে আসা প্রথম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক রিটন ত্রিপুরা বলেন, “এমন উদ্যোগে আমাদের সন্তানদের জন্য অনেক উপকার হবে।

 

হোপ ফর চিলড্রেন এর মাইসছড়ি প্রকল্পের কো-অর্ডিনেটর সুনীল কান্তি ত্রিপুরা বলেন, “আমরা এই উদ্যোগের মাধ্যমে এলাকার শিশুদের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছি, এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব।”

 

খাগড়াছড়ি ডায়োসিস অফিসের ডিকন শরৎ ত্রিপুরা স্বাস্থ্য পরীক্ষা চলাকালীন পরিদর্শনকালে বলেন, “এ ধরনের কার্যক্রম শিশুদের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এ ধরণের উদ্যোগ আরও বৃদ্ধি করতে হবে”