মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
শীতের শুরুতে কাঁপছে পাহাড়ের মানুষ। শীতের প্রতিবছর ন্যায় এ বছরও মানবিক সংগঠন মৈত্রী মিশন ফাউন্ডেশন উদ্যোগে হরিধন মগ পাড়া (অযোধ্যা) বিহার প্রাঙ্গণে দুস্থ ও সুবিধাবঞ্চিত শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ মৈত্রী মিশন ফাউন্ডেশন সংগঠন ২০১৯ সাল থেকে পাহাড়ের বিভিন্ন মানবিক কাজ করে আসছে।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরের মাটিরাঙ্গা উপজেলায় বেলছড়ি ইউনিয়নে অনগ্রসর এলাকায় হরিধন মগ পাড়ায় বিহার প্রাঙ্গণে আমেরিকার প্রবাসী থোয়াইউ মারমা ও ফ্রান্স প্রবাসী থোয়াইসুইচিং মারমা আর্থিক সহযোগিতায় প্রায় শতাধিক পাহাড়ের বসবাসরত মুসলিম ও পাহাড়ি সম্প্রদায় মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি ছিলেন, মৈত্রী মিশন ফাউন্ডেশন উপদেষ্টা উঃ ধর্মানন্দ থেরো, বিশেষ অতিথি ছিলেন, মৈত্রী মিশন ফাউন্ডেশন সভাপতি এম শ্রী ইন্দ্রবংশ ভিক্ষু, সংগঠনে মহাসচিব উঃ সুধর্ম ভিক্ষু, সম্মানিত সদস্য সাজু মারমা, শুউচিং মারমা, উখ্যাইচিং মারমা, অংথোয়াইরি মারমাসহ এলাকায় জনগণ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি বলেন, আমাদের চারপাশে যে অসহায় মানুষ রয়েছে তারা যেন শীতে কষ্ট না পায় এজন্য আমাদের এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। মানবিক সংগঠন মৈত্রী মিশন ফাউন্ডেশন মহাসচিব, উঃ সুধর্ম ভিক্ষু বলেন, মাটিরাঙ্গা উপজেলা হতে ৭ কিঃমিঃ দুরে হরিধন মগ পাড়া অবস্থিত। এ এলাকাতে মুসলিম, চাকমা, মারমা, ত্রিপুরা সম্প্রদায়ে প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস। এ বেলছড়ি ইউনিয়নে হরিধন মগ পাড়া এলাকায় প্রত্যন্ত অঞ্চল। এ এলাকায় জনগণ খুবই গরীব এবং অসহায়। এ হরিধন পাড়ায় যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত । তাই এলাকাতে আগামীতে প্রশাসনে সুনজর দেয়া আহ্বান করেন সংগঠনের সভাপতি।