Dhaka , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খাগড়াছড়ি ও রাংগামাটিতে বাঙালি-পাহাড়ি সংঘর্ষে ঘটনায় থানচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে
print news

 

 

থানচি প্রতিনিধি, বান্দরবানঃ

 

খাগড়াছড়ি রাংগামাটি জেলায় সেটেলার বাঙালি কতৃর্ক আদিবাসীদের সাম্প্রদায়িক হামলা, হত্যা, ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানের অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদে বান্দরবানের থানচিতে আদিবাসী ছাত্র ও যুব সমাজের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় থানচি আদিবাসী ছাত্র ও যুব সমাজের আয়োজনের বাসস্ট্যান্ড মুক্ত মঞ্চ থেকে ব্যানার ও ফেস্টুন প্লে কার্ড নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়ে থানচি বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাঙ্গু সেতুর সামনে ত্রি-মুখি সড়কে মিলিত হয়। পরে আদিবাসী ছাত্র ও যুব সমাজের ব্যানারে অংগ্যপ্রু মার্মা সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, থানচি আদিবাসী ছাত্র সমন্বয়ক মংমে মারমা। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, থংলে খুমি।

 

সমাবেশের বক্তারা বলেন, খাগড়াছড়ি রাংগামাটি জেলায় সেটেলার বাঙালি কতৃর্ক আদিবাসীদের উপর সাম্প্রদায়িক হামলা, হত্যা, ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানের অগ্নিসংযোগ ও  লুটপাটের ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিয়ে যথাযথ আওতায় আনতে হবে।

459551943 542398358285059 1152087499864465947 n

বক্তারা আরও বলেন, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মামুন নামের এক ব্যাক্তি মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক খুঁটি সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে দ্রুত সময়ে থাকে হাসপাতালে নেওয়া সময় মৃত্যু বরণ করে। এটিকে ভিন্ন ভাবে প্রবাহিত করে রাংগামাটি জেলাতে সাম্প্রদায়িক হামলা করে রাংগামাটি মৈত্রী বৌদ্ধ বিহারেও ভাংচুর করা হয়েছে। হামলাকারী যে হোক না কেন তাদেরকে সনাক্ত করে দ্রুত সময়ে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন বক্তারা।

 

অন্যথায় থানচি সহ সারা পার্বত্য চট্টগ্রামের কঠিন ভাবে আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ গড়ে তোলার হুঁশিয়ার করেন তারা।

 

এসময় অন্যান্যদের মধ্যে মুক্ত ত্রিপুরা, উক্যবুং মারমা, রেইংহাই ম্রো, সিংওয়াইমং মারমা, ফ্রান্সিস ত্রিপুরা ও জ্যোতি বিকাশ চাকমা বক্তব্য প্রদান করেন।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

খাগড়াছড়ি ও রাংগামাটিতে বাঙালি-পাহাড়ি সংঘর্ষে ঘটনায় থানচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
print news

 

 

থানচি প্রতিনিধি, বান্দরবানঃ

 

খাগড়াছড়ি রাংগামাটি জেলায় সেটেলার বাঙালি কতৃর্ক আদিবাসীদের সাম্প্রদায়িক হামলা, হত্যা, ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানের অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদে বান্দরবানের থানচিতে আদিবাসী ছাত্র ও যুব সমাজের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় থানচি আদিবাসী ছাত্র ও যুব সমাজের আয়োজনের বাসস্ট্যান্ড মুক্ত মঞ্চ থেকে ব্যানার ও ফেস্টুন প্লে কার্ড নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়ে থানচি বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাঙ্গু সেতুর সামনে ত্রি-মুখি সড়কে মিলিত হয়। পরে আদিবাসী ছাত্র ও যুব সমাজের ব্যানারে অংগ্যপ্রু মার্মা সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, থানচি আদিবাসী ছাত্র সমন্বয়ক মংমে মারমা। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, থংলে খুমি।

 

সমাবেশের বক্তারা বলেন, খাগড়াছড়ি রাংগামাটি জেলায় সেটেলার বাঙালি কতৃর্ক আদিবাসীদের উপর সাম্প্রদায়িক হামলা, হত্যা, ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানের অগ্নিসংযোগ ও  লুটপাটের ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিয়ে যথাযথ আওতায় আনতে হবে।

459551943 542398358285059 1152087499864465947 n

বক্তারা আরও বলেন, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মামুন নামের এক ব্যাক্তি মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক খুঁটি সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে দ্রুত সময়ে থাকে হাসপাতালে নেওয়া সময় মৃত্যু বরণ করে। এটিকে ভিন্ন ভাবে প্রবাহিত করে রাংগামাটি জেলাতে সাম্প্রদায়িক হামলা করে রাংগামাটি মৈত্রী বৌদ্ধ বিহারেও ভাংচুর করা হয়েছে। হামলাকারী যে হোক না কেন তাদেরকে সনাক্ত করে দ্রুত সময়ে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন বক্তারা।

 

অন্যথায় থানচি সহ সারা পার্বত্য চট্টগ্রামের কঠিন ভাবে আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ গড়ে তোলার হুঁশিয়ার করেন তারা।

 

এসময় অন্যান্যদের মধ্যে মুক্ত ত্রিপুরা, উক্যবুং মারমা, রেইংহাই ম্রো, সিংওয়াইমং মারমা, ফ্রান্সিস ত্রিপুরা ও জ্যোতি বিকাশ চাকমা বক্তব্য প্রদান করেন।