মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে নির্বাচনী জনসভায় ২১ডিসেম্বর-২০২৪ রোজ বৃহস্পতিবার ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি যুক্ত হওয়ার পূর্বেই সকল উপজেলার আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উৎসবমুখর ভাবে মিছিল নিয়ে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ জনসভা স্থলে উপস্থিত হয়।
ভার্চুয়ালি বক্তব্যের শেষে অংশে সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি পাহাড়ের ক্ষুদ্র নৃতাত্তিক জনগোষ্ঠীর স্থানীয় নৃত্য শিল্পীদের অংশগ্রহণে পরিবেশনা উপভোগ করেন। কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ সভাপতি ২৯৮নং আসনের নৌকার মাঝি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, আওয়ামী লীগের জেলার সিনিয়র নেতৃবৃন্দ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মী।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনসভায় প্রধানমন্ত্রী দ্বাদশ জাতীয় নির্বাচনে ২০২৪ সালের ৭জানুয়ারি খাগড়াছড়ি জেলাসহ ৫জেলার উপস্থিত দলীয় নেতাকর্মীর ও দেশবাসীর নিকট উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার লক্ষ্যে নৌকার পক্ষে ভোট চান। নৌকা মার্কার মনোনীত প্রার্থী বর্তমান এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা খাগড়াছড়িতে রেলপথ, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাস স্টেশনের জন্য ৫০০শতক(৫একর) জায়গা বরাদ্দের দাবি জানান।
তবে উল্লেখ্যে যে, খাগড়াছড়ি জেলাসহ, পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর ও পাবনা জেলা সহ মোট ৫জেলায় ভার্চুয়াললি যুক্ত হোন প্রধানমন্ত্রী।