মানিক সাহা, গাইবান্ধাঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে দলবেধে ধর্ষণ মামলার অন্যতম আসামী শহিদ শেখকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৮ জুলাই) সকালে ফরিদপুর জেলার কোতয়ালী থানার আলীপুর কবরস্থানের সামন থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম জানান, আত্মগোপনে থাকা অবস্থায় র্যাব-১৩ ও র্যাব-১০, ফরিদপুর এর যৌথ অভিযানে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন আলীপুর কবরস্থানের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করা হয়। গত ৪ ফ্রেব্রুয়ারী আসামী শহিদ শেখ, মনির হোসেন ও অসীম শেখ-বেঙ্গু গোবিন্দগঞ্জের শালমারার ১৪ বছরের শিশুকে সুকৌশলে বাড়ী থেকে ডেকে নিয়ে পাশ্ববর্তি কাটাখালী নদীর পাড়ের ভূট্টা ক্ষেতে দল বেধে ধর্ষণ করে এবং ধর্ষনের বিষয়টি কাউকে না জানাতে ভয়-ভীতি দেখিয়ে শিশুটিকে একাকি বাড়ি পাঠিয়ে দেয়। ঘটনার ২ মাস পর শিশুটি অসূস্থ্য বোধ করলে স্বাস্থ্য পরীক্ষায় দেখা যায় শিশুটি ৯ সপ্তাহের গর্ভবতী। এসময় শিশুটি তার উপর নির্যাতানের কথা তার পরিবারকে জানায়।এ ঘটনায় ধর্ষনের শিকার ভিকটিমের বাবা ১৯ এপ্রিল গোবিন্ধগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় তিনি ওই এলাকার জাহিদুল শেখের ছেলে মনির হোসেন, মজনু শেখের ছেলে অসীম শেখ ওরফে বেঙ্গু এবং শরিফুল শেখের ছেলে শহিদ শেখকে আসামী করেন।
গ্রেফকারকৃত আসামী শহিদ শেখ বর্ণিত দলবেধে ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামী বলে সে স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য ধৃত আসামীকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।