মানিক সাহা, গাইবান্ধাঃ
ইউনাইটেড ন্যাশন পপুলেশন ফান্ড (UNPF) এবং সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (CERF) এর উদ্যোগে গাইবান্ধার সাঘাটা উপজেলায় বয়ো:সন্ধিকালীণ কিশোরীদের মাঝে নগদ সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) সাঘাটার ডাক বাংলা ও ভরতখালী উচ্চ বিদ্যালয় স্থানীয় কিশোরীদের মাঝে এ অর্থ বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় সুবিধাভোগী প্রত্যেক কিশোরীকে ২ হাজার ৫শ টাকা করে সহায়তা প্রদান করা হয়। এর আগে গাইবান্ধা ৫ আসনের সংসদ সদস্য মামুদ হাসান রিপন প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, ইউএনডিপির ফিল্ড অফিসার ডা. শাহীন প্রধান, ফিন্যান্স ম্যানেজার জানে আলম, কো-অর্ডিনেটর শাহরিয়ার কবির সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।