Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গুইমারাতে মারমা ঐক্য পরিষদের দুই যুগ পূর্তিতে আলোচনা সভা

  • অংগ্য মার্মা
  • প্রকাশিত: ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে
print news

 

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

 

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের দুই যুগ পূর্তিতে খাগড়াছড়ির গুইমারা উপজেলা টাউন হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩১ আগষ্ট) বিকাল ৩টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মারমা যুব ঐক্য পরিষদ সভাপতি পাইসাউ মারমা।

456075658 502608429080708 8271762902091024502 n

আলোচনা সভা যুব ঐক্য পরিষদ সভাপতি অংসা মারমা সঞ্চালনায় উপজেলা শাখা মারমা ঐক্য পরিষদ সভাপতি চাইহলাপ্রু মারমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক রুমেল মারমা, প্রধান আলোচক ছিলেন, পানছড়ি শাখা মারমা ঐক্য পরিষদ সহ-সভাপতি অংহ্লাপ্রু, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি মোঃ ইউসুফ, মারমা যুব ঐক্য পরিষদে জেলার কমিটির সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, উপজেলা মহিলা ঐক্য পরিষদে সভাপতি হ্লাউচিং মারমা, চট্টগ্রাম মহানগর মহিলা ঐক্য পরিষদ সভাপতি উক্রাচিং মারমা, জেলা ছাত্র ঐক্য পরিষদে সাধারণ সম্পাদক চিংহ্লা চৌধুরী প্রমূখ।

 

এসময় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক রুমেল মারমা, উপজেলা বিএনপি সভাপতি মোঃ ইউসুফ, জেলা যুব ঐক্য পরিষদে সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, উপজেলা মহিলা ঐক্য পরিষদে সভাপতি হ্লাউচিং মারমা, চট্টগ্রাম মহানগর মহিলা ঐক্য পরিষদ সভাপতি উক্রাচিং মারমা, জেলা ছাত্র ঐক্য পরিষদে সাধারণ সম্পাদক চিংহ্লা চৌধুরী।

456444563 468271019365622 3537055226761812743 n

সভায় বক্তারা বলেন, নিজের জাতির বাঁচলে, সংগঠন, ধর্ম, সংস্কৃতি,ঐতিহ্য বাচঁবে। মারমা সম্প্রদায়ে মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ক্ষেত্রে আরো সচেতন হওয়ার দরকার। এদেশের তরুনরা হবে আগামী দিনের ভবিষৎ বলে ব্যক্ত করেন বক্তারা।

 

আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনের দুই যুগ পূর্তি পালন করেন অতিথিসহ সংগঠনে নেতৃবৃন্দরা।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

গুইমারাতে মারমা ঐক্য পরিষদের দুই যুগ পূর্তিতে আলোচনা সভা

প্রকাশিত: ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
print news

 

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

 

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের দুই যুগ পূর্তিতে খাগড়াছড়ির গুইমারা উপজেলা টাউন হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩১ আগষ্ট) বিকাল ৩টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মারমা যুব ঐক্য পরিষদ সভাপতি পাইসাউ মারমা।

456075658 502608429080708 8271762902091024502 n

আলোচনা সভা যুব ঐক্য পরিষদ সভাপতি অংসা মারমা সঞ্চালনায় উপজেলা শাখা মারমা ঐক্য পরিষদ সভাপতি চাইহলাপ্রু মারমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক রুমেল মারমা, প্রধান আলোচক ছিলেন, পানছড়ি শাখা মারমা ঐক্য পরিষদ সহ-সভাপতি অংহ্লাপ্রু, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি মোঃ ইউসুফ, মারমা যুব ঐক্য পরিষদে জেলার কমিটির সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, উপজেলা মহিলা ঐক্য পরিষদে সভাপতি হ্লাউচিং মারমা, চট্টগ্রাম মহানগর মহিলা ঐক্য পরিষদ সভাপতি উক্রাচিং মারমা, জেলা ছাত্র ঐক্য পরিষদে সাধারণ সম্পাদক চিংহ্লা চৌধুরী প্রমূখ।

 

এসময় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক রুমেল মারমা, উপজেলা বিএনপি সভাপতি মোঃ ইউসুফ, জেলা যুব ঐক্য পরিষদে সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, উপজেলা মহিলা ঐক্য পরিষদে সভাপতি হ্লাউচিং মারমা, চট্টগ্রাম মহানগর মহিলা ঐক্য পরিষদ সভাপতি উক্রাচিং মারমা, জেলা ছাত্র ঐক্য পরিষদে সাধারণ সম্পাদক চিংহ্লা চৌধুরী।

456444563 468271019365622 3537055226761812743 n

সভায় বক্তারা বলেন, নিজের জাতির বাঁচলে, সংগঠন, ধর্ম, সংস্কৃতি,ঐতিহ্য বাচঁবে। মারমা সম্প্রদায়ে মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ক্ষেত্রে আরো সচেতন হওয়ার দরকার। এদেশের তরুনরা হবে আগামী দিনের ভবিষৎ বলে ব্যক্ত করেন বক্তারা।

 

আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনের দুই যুগ পূর্তি পালন করেন অতিথিসহ সংগঠনে নেতৃবৃন্দরা।