মানিক সাহা, গাইবান্ধাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুবদলের উদ্যোগে এক দিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ।
উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবির মনু, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, আবু জাফর লেলিন, পৌর যুবদলের আহ্বায়ক ময়েন উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী এহসানুল কবির রিপন সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবীবসহ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ।
মেডিকেল ক্যাম্পে ড্যাবের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে অসহায়, দুঃস্থ মানুষের মাঝে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।