মানিক সাহা, গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহরে হাজী মার্কেটে অলংকার জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গোবিন্দগঞ্জ পৌর শহরের কলেজ রোডের অলংকার জুয়েলার্সে গেল রাতে পার্শ্ববর্তী সেতু লাইব্রেরী ভিতর দিয়ে ঢুকে দেয়াল কেটে এ চুরির ঘটনা ঘটে।
শনিবার (১৫ মার্চ) সকাল ১০টার দোকান খুলে দেয়াল কাটা ও সিন্দুকে মুল্যবান স্বর্ণ চুরির বিষয়টি বুঝতে পারেন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্ত অলংকার জুয়েলার্সের স্বত্বাধিকারী কার্তিক চন্দ্র সরকার এ চুরির ঘটনায় তিনি দুঃচিন্তায় ভেঙে পড়ায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে না পারলেও তিনি বলেন, ৭০ ভরির মত সোনা দোকানের সিন্দুকে থাকা বিভিন্ন ধরনের তৈরী গহনা সবই নিয়ে গেছে চোরেরা।
এই বিষয়ে থানার ওসি বুলবুল ইসলাম সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ৩জনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা