রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী সঙ্গে সৌজন্য সাক্ষাত
কাউখালী প্রতিনিধিঃ
জেলার কাউখালী উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া বাজার এলাকায় ঘাগড়া জামে মসজিদ নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) ঘাগড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সকল মুসল্লীদের যৌথ উদ্যোগে আগামী (২০২৩-২০২৬) ৩ বছর মেয়াদি ঘাগড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়। আগামী ৩ বছরের জন্য নতুন কমিটিতে সভাপতি মোঃ সাহাদাত হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মোঃ শওকত আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, পাঠাগার সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার ও প্রচার সম্পাদক সাইমুল ইসলামকে মনোনীত করে ১৩ জন সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
ঘাগড়া জামে মসজিদ নতুন কার্যকরী কমিটির সদস্যরা রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী সঙ্গে এক সৌজন্য সাক্ষাত করেন। এইসময় ৩নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন ও ঘাগড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কাঞ্চন কর উপস্থিত ছিলেন।