মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনে উদ্যোগে আগামী ১০শে মে চট্টগ্রামের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালের উপজেলা বিএনপির দলীয় অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেনের সঞ্চালনায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক মেম্বার, সহ-সভাপতি আরব আলী চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাস্টার, উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক মোঃ মীর হোসেন, সদস্য সচিব মহি উদ্দিন কিশোর, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষকদলে সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমান, কলেজ ছাত্রদলের আহবায়ক রাকিব হোসেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও ৪টি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভা প্রধান অতিথির বক্তব্য বলেন, ‘তরুণদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক উপায়ে তরুণদের রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে আগামী ১০ মে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে ব্যাপক তরুণ ও বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিতি থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে অতীতের মতো সুশৃংখলভাবে সমাবেশ সফল করতে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা