Dhaka , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের ওপর আরেক পক্ষের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর উপর হামলা

print news

 

 

এম এস শ্রাবণ মাহমুদ, চট্টগ্রামঃ

শনিবার (১১ জানুয়ারী) ২৫ইং সন্ধ্যায় নগরীর দামপাড়া ওয়াসা মোড়ে এই হামলা হয়। ছাত্র নেতাদের একপক্ষ হামলার অভিযোগ করেছে। তারা চারজন আহত হওয়ার অভিযোগ করেছেন। তবে আহতদের নাম– পরিচয় প্রকাশ করা হয়নি। অন্যদিকে, পুলিশ বলছে ছাত্রদের দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়েছে।

 

এ বিষয়ে জানতে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে বার বার কল করা হলেও তিনি কোন সাড়া দেননি।

Messenger creation 0DFFD38B B8BE 4D45 839C 1B36B36FB59F

চট্টগ্রাম শাখা সমন্বয়ক রিজাউর রহমান বলেন, ‘চট্টগ্রামের নেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা আবদুল হান্নান মাসুদের কাছে বিভিন্ন বিষয়ে নানা প্রশ্ন উত্থাপন করে জবাব চায়। কিন্তু তিনি (মাসুদ) কোনো প্রশ্নের উত্তর দেননি। পরে ছাত্রদের একটি পক্ষ এসে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের পক্ষের অন্তত চারজন আহত হয়েছে।

Messenger creation 92A88CD0 3FAB 46AF B55C F8A2C1EFD878

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, আজ বিকেলে নগরীর দুই নম্বর গেট এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু হয়েছিল। সন্ধ্যায় দামপাড়া এলাকায় নিজেদের মধ্যে আলোচনা চলাকালীন দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়েছে। ঘটনার সময় বহিরাগত কেউ ছিল না।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

“জুম পাহাড়ের বুকে বিজ্ঞানের ফুল ফুটাতে মরিয়া ঘাগড়ার তরুণ উদ্ভাবকরা

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের ওপর আরেক পক্ষের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর উপর হামলা

প্রকাশিত: ৭ ঘন্টা আগে
print news

 

 

এম এস শ্রাবণ মাহমুদ, চট্টগ্রামঃ

শনিবার (১১ জানুয়ারী) ২৫ইং সন্ধ্যায় নগরীর দামপাড়া ওয়াসা মোড়ে এই হামলা হয়। ছাত্র নেতাদের একপক্ষ হামলার অভিযোগ করেছে। তারা চারজন আহত হওয়ার অভিযোগ করেছেন। তবে আহতদের নাম– পরিচয় প্রকাশ করা হয়নি। অন্যদিকে, পুলিশ বলছে ছাত্রদের দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়েছে।

 

এ বিষয়ে জানতে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে বার বার কল করা হলেও তিনি কোন সাড়া দেননি।

Messenger creation 0DFFD38B B8BE 4D45 839C 1B36B36FB59F

চট্টগ্রাম শাখা সমন্বয়ক রিজাউর রহমান বলেন, ‘চট্টগ্রামের নেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা আবদুল হান্নান মাসুদের কাছে বিভিন্ন বিষয়ে নানা প্রশ্ন উত্থাপন করে জবাব চায়। কিন্তু তিনি (মাসুদ) কোনো প্রশ্নের উত্তর দেননি। পরে ছাত্রদের একটি পক্ষ এসে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের পক্ষের অন্তত চারজন আহত হয়েছে।

Messenger creation 92A88CD0 3FAB 46AF B55C F8A2C1EFD878

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, আজ বিকেলে নগরীর দুই নম্বর গেট এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু হয়েছিল। সন্ধ্যায় দামপাড়া এলাকায় নিজেদের মধ্যে আলোচনা চলাকালীন দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়েছে। ঘটনার সময় বহিরাগত কেউ ছিল না।