উচ্চপ্রু মারমা রাজস্থলীঃ
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে দুই বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী দাসিং মং মার্মা (৪২) কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন এর কারিগর পাড়ার বাসিন্দা বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।
ওসি আরোও জানান, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় ২নং রাইখালী ইউনিয়ন এর কারিগরপাড়া হতে থানার এসআই মোঃ মকবুল হোসেন ও এএসআই অশোক শীল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সিআর নং-১৯১/১১ এর দুই বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী দাসিং মং মার্মাকে গ্রেফতার করে।
আটককৃত আসামিকে বৃহস্পতিবার রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ।