নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামে বরাবরের মতো এবছরও চারুলতা বিদ্যাপীঠে অধ্যায়নরত ১৭৫ জন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় ঈদের নতুন পোশাক। রবিবার বিকেলে ২ নম্বর গেইট তুলাতুলি এলাকায় চারুলতা স্কুলে চমেক ২১ ব্যাচের উদ্যোগে অনুষ্ঠানে ঈদ উপহার তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এনেস্থিসিয়া বিভাগ বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মামুনুর রহমান, মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগীয় প্রধান প্রফেসর ডা. বাসনা মুহুরী, বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল (ইউএসটিসি) বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সাঈদ মাহমুদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সাবেক বিভাগীয় প্রধান, গাইনী ও অবস বিভাগ প্রফেসর ডা. সাহানারা চৌধুরী, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল সাবেক রেডিওলজিস্ট প্রফেসর ডা. খুরশিদ আলম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি বিভাগ প্রফেসর ডা. নাসিমা আক্তার, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল গাইনি ও অবস বিভাগ সাবেক অধ্যাপক প্রফেসর ডা. নাসরিন বানু প্রমুখ।
অনুষ্ঠানে বাচ্চাদের পড়ালেখা করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনুপ্রেরণার পাশাপাশি বাল্যবিবাহ, বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও সংক্রামক রোগের ব্যাপারে আলোচনা করেন। সব সময় শিক্ষার্থীদের পাশের থাকার আশ্বাসও দেন তারা। অনুষ্ঠানে চারুলতা উপদেষ্টা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল দেব চমেক ২১ ব্যাচকে চারুলতার সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
চারুলতার সভাপতি মো. ইসমাঈল চৌধুরীর বলেন, এই স্কুলের শিক্ষার্থীদের পরিবার খুবই দরিদ্র, তাদের পক্ষে সন্তানদের ঈদে নতুন কাপড় কিনে দেয়ার সামর্থ নাই। এই বিদ্যালয়ে যারা লেখাপড়ে করছে তাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে এমন আয়োজন।
তিনি আরও বলেন, চারুলতা একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও সমাজসেবা মূলক সংগঠন। এর যাত্রা শুরু হয় ২০১১ সালে। এরই ধারাবাহিকতায় ২০১২ সাল থেকে চারুলতা বিদ্যাপীঠের কার্যক্রম চলমান।