সিএইচটি বার্তা ডেস্কঃ
পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধভাবে নারী পাচারের অভিযোগে পাচারকারীচক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার (৩ জুন) মধ্যরাতে ঢাকার উত্তরা ও বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ৩ জন হলেন, সজীব চাকমা, মামিয়া চাকমা এবং জেসি চাকমা।
পুলিশ জানায়, ১৯ জুন রাঙামাটি শহর থেকে পাচারের উদ্দেশ্যে এক কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়। ২৬ জুন ঢাকা থেকে উদ্ধার করা হয় তাকে। পরদিন রাঙামাটির বাঘাইছড়ি থানায় নারী পাচার ও অপহরণের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা করার পরই অভিযানে নামে পুলিশ।
বুধবার বাঘাইছড়ি থানা ওসি তদন্ত দৌজ মাহমুদের নেতৃত্বে একটি দল পুলিশের কাউন্টার টেররিজমের সহায়তায় ঢাকার উত্তরায় অভিযান চালায়। গ্রেপ্তার ৩ জনকে আজ আদালতে তোলার কথা রয়েছে।
মন্তব্য করুন