Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চেলাছড়া দশবল শিশু সদনের অনাথ আশ্রমে শিক্ষার্থীদের নিয়ে বইপাঠ, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

print news

 

সিএইচটিবার্তা ডেস্কঃ

জেলার কাউখালী উপজেলাধীন ৩নং ঘাগড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চেলাছড়া দশবল শিশু সদন এর অনাথ আশ্রমে শিক্ষার্থীদের নিয়ে বইপাঠ, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় চেলাছড়া আলোড়ন পাঠাগারের সভাপতি ধর্ম মনি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ঘাগড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্টু রঞ্জন চাকমা। এইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেলাছড়া আলোড়ন পাঠাগারের সাধারণ সম্পাদক সন্তোষ চাকমা, চেলাছড়া এলাকার যুব সমিতির সহ-সভাপতি বরুন চাকমা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা।

সোমবার (৫ ফেব্রুয়ারী) সকালে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে চেলাছড়া আলোড়ন পাঠাগার উদ্যোগে চেলাছড়া দশবল শিশু সদন এর কোমলমতি অনাথ আশ্রমের শিক্ষার্থীদের নিয়ে বইপাঠ, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে তার জীবন দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়। আর সেই বইয়ের মহারাজ্য বিশাল সমারোহ হল গ্রন্হাগার। গ্রন্হাগার জ্ঞান চর্চা-বিকাশ, সংরক্ষণ ও বিভিন্ন উদ্ভাবনীয় চিন্তার ও চেতনা প্রকাশ ঘটায়। তাই জ্ঞানী ব্যক্তিরা গ্রন্হাগারে মর্ম বুঝেন বলে, গ্রন্হাগারে বই পড়ে জ্ঞান অর্জন করেন। আর লুকিয়ে থাকা সমস্ত ইতিহাস সংরক্ষণ থাকে বইয়ের মধ্যে। সেজন্য বিশ্বকে জানার জন্য জ্ঞান অন্বেষণে বই পড়ার কোন বিকল্প নেই।

২২২২

চেলাছড়া আলোড়ন পাঠাগার উদ্যোগে চেলাছড়া দশবল শিশু সদন এর কোমলমতি অনাথ আশ্রমের শিক্ষার্থীদের নিয়ে বইপাঠ, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে প্রতিযোতিায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

ডা: স্টিফেন চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকীতে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের শ্রদ্ধা

চেলাছড়া দশবল শিশু সদনের অনাথ আশ্রমে শিক্ষার্থীদের নিয়ে বইপাঠ, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০১:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
print news

 

সিএইচটিবার্তা ডেস্কঃ

জেলার কাউখালী উপজেলাধীন ৩নং ঘাগড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চেলাছড়া দশবল শিশু সদন এর অনাথ আশ্রমে শিক্ষার্থীদের নিয়ে বইপাঠ, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় চেলাছড়া আলোড়ন পাঠাগারের সভাপতি ধর্ম মনি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ঘাগড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্টু রঞ্জন চাকমা। এইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেলাছড়া আলোড়ন পাঠাগারের সাধারণ সম্পাদক সন্তোষ চাকমা, চেলাছড়া এলাকার যুব সমিতির সহ-সভাপতি বরুন চাকমা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা।

সোমবার (৫ ফেব্রুয়ারী) সকালে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে চেলাছড়া আলোড়ন পাঠাগার উদ্যোগে চেলাছড়া দশবল শিশু সদন এর কোমলমতি অনাথ আশ্রমের শিক্ষার্থীদের নিয়ে বইপাঠ, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে তার জীবন দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়। আর সেই বইয়ের মহারাজ্য বিশাল সমারোহ হল গ্রন্হাগার। গ্রন্হাগার জ্ঞান চর্চা-বিকাশ, সংরক্ষণ ও বিভিন্ন উদ্ভাবনীয় চিন্তার ও চেতনা প্রকাশ ঘটায়। তাই জ্ঞানী ব্যক্তিরা গ্রন্হাগারে মর্ম বুঝেন বলে, গ্রন্হাগারে বই পড়ে জ্ঞান অর্জন করেন। আর লুকিয়ে থাকা সমস্ত ইতিহাস সংরক্ষণ থাকে বইয়ের মধ্যে। সেজন্য বিশ্বকে জানার জন্য জ্ঞান অন্বেষণে বই পড়ার কোন বিকল্প নেই।

২২২২

চেলাছড়া আলোড়ন পাঠাগার উদ্যোগে চেলাছড়া দশবল শিশু সদন এর কোমলমতি অনাথ আশ্রমের শিক্ষার্থীদের নিয়ে বইপাঠ, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে প্রতিযোতিায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।