নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬ মাসের জন্য অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মিহাজ উদ্দীন ও সদস্য সচিব মামুনুর রশীদকে দায়িত্ব দেয়া হয়েছে।
রবিবার (৯ মার্চ) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাঙ্গামাটি জেলার আহ্বায়ক ওয়াহিদুজ্জামান রোমান ও সদস্য সচিব হাসান হাবীরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়ছে। একইসাথে আগামী ৬ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়ছে।
আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন ও বেলাল হোসেন, যুগ্ম সদস্য সচিব গিয়াস উদ্দীন ও জয়নুল আবেদীন এবং সদস্য হিসেবে আশরাফ উদ্দীন, শাহীন আলম ও রায়হান উদ্দীন।
মন্তব্য করুন