সাইফুল ইসলাম, রামগড়ঃ
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পার্বত্য এলাকা থেকে শহীদ হওয়া ব্যক্তি মজিদ হোসেনের কবর জিয়ারত করেছেন খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক (ডিসি) ইফতেখারুল ইসলাম খন্দকার।
সোমবার (২০ জানুয়ারী) বেলা ২টার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নে নাকাপা রসুলপুর গ্রামে যান তিনি। সেখানে তিনি শহীদ মজিদ হোসেনের কবর জিয়ারত করেন তারপর মজিদ হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আর্থিক সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার মিসেস মমতা আফরিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন, রামগড় উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগনসহ জেলা ও উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা।
মজিদ হোসেন গত জুলাই আগস্ট ইতিহাসের সেরা ছাত্র জনতার আন্দোলনে তিনি অংশগ্রহন করে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, মজিদ আন্দোলন চলাকালীন আগুনে পুড়ে মারা যান। মজিদ হোসেন রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের নাকাপার রসুলপুর গ্রামের বাসিন্দা মোঃ আমিন মিয়া ও মাতা মনোয়ারা বেগমের ২য় ছেলে।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন হাজারেরও বেশি ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১ম শহীদ হন সমন্বয়ক আবু সাঈদ আন্দোলনে আবু সাঈদ নিহত হওয়ার পর সারা দেশে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।