ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটির ১ম সভা
বিশেষপ্রতিবেদক,রাঙামাটিঃ
গত ১৫ জানুয়ারী ঢাকা জাতিগত সংখ্যালঘুদের শান্তিপূর্ণ এনটিসিটি ভবন ঘেরাও কর্মসূচীতে দুষ্কৃতিকারীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম'র শীর্ষস্থানীয় মানবাধিকার ও সামাজিক সংগঠন ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি, রাঙ্গামাটি পার্বত্য জেলা। গত ১৭ জানুয়ারী শুক্রবার বেলা ৪.৩০ ঘটিকায় ৪র্থ শ্রেণী ক্লাবে অনুষ্ঠিত অভিষেকত্তোর প্রথম সভায় বক্তাগন এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান।
সংগঠন'র সভাপতি শিক্ষক অরূপ মুৎসুদ্দী সভাপতিত্বে অনুষ্টিত সভার সঞ্চালনা করেন সাধারন সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি, রাঙ্গামাটি পার্বত্য জেলার সহ সভাপতি যতাক্রমে রবীন্দ্র নাথ মাস্টার, মোঃ সিরাজুল ইসলাম, বিমল কান্তি ঘোষ, যুগ্ন সম্পাদক যথাক্রমে মোঃ নজরুল ইসলাম চাঁন মিয়া, বিমল চক্রবর্তি, স্বরূপ মুৎসুদ্দী, অর্থ সম্পাদক মোঃ তছলিম উদ্দিন, প্রচার সম্পাদক দীপক দাশ, দপ্তর সম্পাদক ডাঃ সঞ্জয় মিত্র, প্রশিক্ষণ সম্পাদক নিরোধ শীল, সদস্য শিক্ষক শিমু বিশ্বাস, সাবেক কাউন্সিলার নির্মলা দেওয়ান, রূপসী দাশ গুপ্তা এবং প্রকাশনা সম্পাদক অসীম চক্রবর্তি শংকু, সহ প্রকাশনা সম্পাদক তপু দেওয়ানজী প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে আরো বলেন, কাউকে বা কোনও সম্প্রদায়কে জোড় করে বাঙ্গালী বা বাংলাদেশী বানানো যাই না, যাবেও না। আর গণতান্ত্রীক একটি বিশেষ করে ৫ আগষ্ট পরবর্তি সরকারের সময় এই দেশে সব নাগরিকের কথা বলার অধিকার রয়েছে মত প্রকাশের স্বাধীনতা আছে। দেশের কোনও জাতি গোষ্ঠী তাদের দাবী দাওয়া শান্তিপূর্ণ ভাবে তুলে ধরবে, দাবী করবে এটাই জাতির এবং আমাদের প্রত্যাশা। কিন্তু জাতিগত সংখ্যালঘু বা পাহাড়ীরা ১৫ জানূয়ারী শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক নিয়মে তাদের দাবী নিয়ে এসটিসিটি ভবন ঘেরা কর্মসূচীতে এধরনের ন্যাক্কারজনক হামলা শুধু নিন্দনীয়ই নয়, এটা মানবাধিকারের চরম লংঘনও বটে। তাই বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে তার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।
সভা শেষে সভার সর্বসম্মতিক্রমে নিম্ন লিখিত সিদ্ধান্ত সমুহ গৃহিত হয়। সভা নিম্নরূপঃ- ১) গত সভার কার্য্যবিবরণী উপস্থাপন এবং অনুমোদন। ২) বিশ্ব মানবাধিকার ও মহান বিজয় উপলক্ষে গুণীজন সংবর্ধনা, অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) উপহার এবং অভিষেক অনুষ্ঠান'র আয় ব্যয়'র হিসাব প্রদান ও অনুমোদন। ৩) সংগঠন'র বার্ষিক বনভোজন আগামী ৭ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত। ৪) সংগঠন'র সদস্য ফি হিসাবে নেতৃবৃন্দদের প্রতিজন ১০০ টাকা এবং সংগঠন'র সদস্য শিক্ষার্থী প্রতিজন ৫০ টাকা নির্ধারন করা হয়। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে তা জমা দেয়ার সিদ্ধান্ত। ৪) সংগঠন'র নামে জনতা ব্যাংক অথবা বাংলাদেশ কৃষি ব্যাংক, রাঙ্গামাটি শাখাতে এক সঞ্চয়ি হিসাব খোলার সিদ্ধান্ত ৫) সংগঠন'র অফিস ভাড়ার করার সিদ্ধান্ত। ৬) আগামী ৩ মাসের মধ্যে সংগঠনের রাঙ্গামাটি পৌর শাখা কমিটি গঠনের সিদ্ধান্ত। ৭) সংগঠনের পক্ষ থেকে সকল সদস্যবৃন্দদের প্রতিজনের আইডি কার্ড প্রদান সিদ্ধান্ত। ৮) সংগঠনের সাধারন সভা প্রতি ৬ মাসে একবার হওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। সংগঠনের সংশ্লিষ্ট সকলকে উল্লেখিত গৃহিত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে সার্বিক সহযোগীতা করার জন্য সভার সভাপতি সভার পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা