হ্লাসিংথোয়াই মারমা; বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের লামার ভূমিদস্যু রাবার ইণ্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক জুমচাষী রিংরং ম্রো’র নিঃশর্ত মুক্তি ও অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় বান্দরবান জেলা প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ করেন বাংলাদেশ ম্রো স্টুডেন্টস্ এসোসিয়েশন (বিএমএসএ)।
পাহাড়ে নিরীহ মানুষের ভুমি দখল, হয়রানীমূলক মিথ্যা মামলাসহ জুলুম-নির্যাতন বন্ধ না হলে ছাত্র সমাজ আবারও মাঠে নামার হুমকি দেয়া হয় সমাবেশ থেকে।
বক্তব্যে জন ত্রিপুরা বলেন, ১৬ বছর ফ্যাসিবাদী সরকারের সময়ও পাহাড়ে বসবাসরত অনেক নিরীহ মানুষের উপর জুলুম, নির্যাতন ও ভূমি বেদখলের ঘটনা ঘটেছে। এ অন্তর্বর্তী সরকার এসেও এখনও এসব নির্যাতন, হয়রানীমূলক মিথ্যা মামলা থেকে রেহাই পাচ্ছে না।
সমাবেশ থেকে বক্তারা বলেন, ভূমিদস্যু লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক দায়ের করা মিথ্যা মামলায় আটক জুমচাষী রিংরং ম্রোকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তার নামে হয়রানীমূলক মামলা প্রত্যাহার করতে হবে।
রিংরং ম্রোকে লামার সরই ইউনিয়নের একটি দোকান থেকে আটকের সময় পুলিশের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা।
মাংয়ং ম্রো এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্রো স্টুডেন্টস্ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মেনয়ুম ম্রো, তনয়া ম্রো, জন ত্রিপুরা ও উক্যচিং মারমা, এডিশন চাকমা প্রুমুখ।
মন্তব্য করুন