Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জুরাছড়িতে দৃশ্যমান হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

  • অনুকা চাকমা
  • প্রকাশিত: ০১:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে
print news

 

জুরাছড়ি প্রতিনিধি, রাঙামাটিঃ

জুরাছড়ি উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে মিনি স্টেডিয়ামের ভবনের নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়েছে।

সোমবার সকালে জুরাছড়ি চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা স্টেডিয়ামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের মুরাল স্থাপন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্ভোধন করেন।

এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের সাইট প্রকৌশলী মকরেসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, শিক্ষা কর্মকর্তা মোঃ সাহাব উদ্দিন, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে মিনি স্টেডিয়ামটির নির্মাণ কাজের দৃশ্যমান হওয়ায় আনন্দিত জুরাছড়ি উপজেলাবাসী।

উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে মিনি স্টেডিয়ামটির নির্মাণের জন্য উপজেলা বাসী ক্রীড়া মন্ত্রনালয় ও সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞ।

received 1668351880357929

তিনি আরো বলেন, কাজের গুনগতমান নিশ্চিত করে দ্রুত কাজ সম্পাদনে সংশ্লিষ্ট দপ্তর ও নির্মাণ প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদের সাইট প্রকৌশলী মকরেসুর রহমান বলেন, আমরা আগামী জুন মাসের মধ্যে কাজ সম্পাদন করার পরিকল্পনা রয়েছে। তবে পার্বত্য এলাকা হিসেবে মালামাল পরিবহনে বিভিন্ন সমস্য রয়েছে সেক্ষেত্রে হয়তো কিছুটা কাজের বিলম্ব হতে পারে। কাজ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর থেকে সব রকমের সহযোগিতা প্রদান করা হবে।

উল্লেখ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে ও জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ আগামী ২৪ সালের জুনের আগে শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

জুরাছড়িতে দৃশ্যমান হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

প্রকাশিত: ০১:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
print news

 

জুরাছড়ি প্রতিনিধি, রাঙামাটিঃ

জুরাছড়ি উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে মিনি স্টেডিয়ামের ভবনের নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়েছে।

সোমবার সকালে জুরাছড়ি চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা স্টেডিয়ামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের মুরাল স্থাপন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্ভোধন করেন।

এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের সাইট প্রকৌশলী মকরেসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, শিক্ষা কর্মকর্তা মোঃ সাহাব উদ্দিন, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে মিনি স্টেডিয়ামটির নির্মাণ কাজের দৃশ্যমান হওয়ায় আনন্দিত জুরাছড়ি উপজেলাবাসী।

উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে মিনি স্টেডিয়ামটির নির্মাণের জন্য উপজেলা বাসী ক্রীড়া মন্ত্রনালয় ও সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞ।

received 1668351880357929

তিনি আরো বলেন, কাজের গুনগতমান নিশ্চিত করে দ্রুত কাজ সম্পাদনে সংশ্লিষ্ট দপ্তর ও নির্মাণ প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদের সাইট প্রকৌশলী মকরেসুর রহমান বলেন, আমরা আগামী জুন মাসের মধ্যে কাজ সম্পাদন করার পরিকল্পনা রয়েছে। তবে পার্বত্য এলাকা হিসেবে মালামাল পরিবহনে বিভিন্ন সমস্য রয়েছে সেক্ষেত্রে হয়তো কিছুটা কাজের বিলম্ব হতে পারে। কাজ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর থেকে সব রকমের সহযোগিতা প্রদান করা হবে।

উল্লেখ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে ও জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ আগামী ২৪ সালের জুনের আগে শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।