নিজস্ব প্রতিনিধি, লংগদুঃ
রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আগামী ১ বছরের জন্য অনুমোদিত কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন লংগদু উপজেলার কৃতি সন্তান নেছার উদ্দিন হৃদয়।
শনিবার (২৯ জুন) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের গত কমিটিতে সহ সম্পাদক পদে ও লংগদু সরকারি কলেজ এবং রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিতে সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন নেছার উদ্দিন হৃদয়।
নব ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পাওয়ার পর নেছার উদ্দিন হৃদয় জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শ বুকে ধারণ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখার কার্যক্রম প্রফুল্লচিত্তে সর্বদা এগিয়ে নিয়ে যাবো।
নব ঘোষিত ৬২ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রলীগের এ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহ সভাপতি পদে ৪০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১০ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ১০ জনের নাম প্রকাশ করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানান নব ঘোষিত জেলা কমিটির নেতৃবৃন্দ।