নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ
মাইনী নদীর ওপর ঝুলন্ত বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে বোট চালক আব্দুল করিম (১৯) নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলায়।
রবিবার রাত ৮ টার দিকে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়ার সিলটি টিলা সংলগ্ন এলাকায় ভাড়ায় চালিত বোট নিয়ে গেলে পথিমধ্যে এ দূর্ঘটনায় পড়ে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে নিখোঁজ হন বোট চালক আব্দুল করিম।
জানা গেছে, নিখোঁজ আব্দুল করিম উপজেলার ৪ নম্বর বগাচতর ইউনিয়নের মারিশ্যাচর অফিস টিলা এলাকার নুর মোহাম্মদের ছেলে।
নিখোঁজ আব্দুল করিমের বাবা নুর মোহাম্মদ জানায়, সন্ধ্যায় ভাড়া নিয়ে গাঁথাছড়া যায় আমার ছেলে। বোট চলন্ত অবস্থায় কারিগর টিলা থেকে সিলেটি পাড়া কাপ্তাই হ্রদের ওপর টানা বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে করিম সাথে সাথেই ডুবে যায়।
স্থানীয়রা বলছেন, বিদ্যুৎ বিভাগের খামখেয়ালীপনায় এমন ভয়ংকর দূর্ঘটনার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষের। দ্রুত এর সমাধান চায় স্থানীয়রা। তবে ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল।
প্রসঙ্গত, গত বছরের বর্ষা মৌসুমেও এ এলাকায় একই ধরনের দুর্ঘটনার শিকার হয়ে মারা যায় সামাদুল নামক স্থানীয় এক ছেলে। এ ঘটনায় আহত হয়েছিলেন আরো ৩ জন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় নিঁখোজ করিমের উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানা গেছে।