নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়িঃ
“শিক্ষাঙ্গানে ভয়-ভিতিহীন ও সুষ্ঠু পরিবেশসহ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত কর।” শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণের” স্লোগানে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্মারকলিপি প্রদান করেছে সাধারন শিক্ষার্থীরা।
বৃহস্প্রতিবার (৫ সেপ্টেম্ব) খাগড়াছড়ি জেলা শহরের উপজেলা সংলগ্ন মাঠ থেকে মিছিলটি প্রধান সড়ক ঘুরে চেঙ্গি স্কোয়ারে গিয়ে শাপলা চত্বরে গিয়ে সমাবেশ করে।
সমাবেশ থেকে সাজাপ্রাপ্ত আসামী মো: সোহেল রানাকে পুনঃনিয়োগ বাতিল ও শিক্ষক হিসেবে অবাঞ্চিত ঘোষণা করে অতিদ্রুত বরখাস্ত করার দাবিতে এই কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।
সমাবেশ থেকে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ” এর শিক্ষক নামে কলঙ্ক সাজাপ্রাপ্ত আসামী ধর্ষক মো: সোহেল রানাকে পুনঃনিয়োগ বাতিল ও শিক্ষক হিসেবে অবাঞ্চিত ঘোষণা করে অতিদ্রুত বরখাস্তের দাবি তুলেন।
খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত কর্মসূচীতে বক্তব্য রাখেন, সাধারন শিক্ষার্থী মিত্র চাকমা, তুইসা চাকমা, সরজ্ঞা চাকমা প্রমুখ।
পরে তারা খাগড়াছড়ি জেলা প্রশাসনের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন।
উল্লেখ যে, ২০১৮ সালের ২৫ ফেব্রুযারী এক শিক্ষার্থীকে কু-প্রস্তাব দিয়ে ধর্ষণের চেষ্টা করে। ২০২১ সালে সময়িক বরখাস্ত করা হয়। ৩ মার্চ ২০২১ সালে ঐ শিক্ষককে ঢাকার শেরে বাংলা এলাকা থেকে তাকে পুলিশ আটক করে।