চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিবেদকঃ
রাঙ্গামাটি জেলা রাজশ্রী উপজেলা ৩নং বাঙালহালিয়া ইউনিয়ন ডাকবাংলা পাড়া অনাথ আশ্রমের উদ্যোগে ধর্মচক্র পূজা জাদি মেলা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি ২০২৫ রোজ বুধবার ডাকবাংলা আশ্রম মাঠ প্রাঙ্গণের ডাকবাংলা বিহারাধ্যক্ষ মহাথেরো ভদন্ত উ: খেমাচারা ভিক্ষু ধর্মচক্র পূজা জাদি মেলা উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ৩নং বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা সহ বৌদ্ধ ধর্মালম্বী বিভিন্ন প্রান্ত হতে বিহার অধ্যক্ষ দায়ক-দায়িকা এবং বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন।
সকাল ৯ টায় বৌদ্ধ ধর্মালম্বীরা দায়ক-দায়িকারা টিফিন হাতে নিয়ে পিন্ডদান, ফল ফ্রুট চীবরসহ বুদ্ধের কাছে পূজার মাধ্যমে প্রার্থণা করা হয়েছে। ছোট বড় ধর্মপ্রাণ সকলে বুদ্ধের কাছে পঞ্চশীল অস্টশীল প্রার্থনা করা হয়। এরপর বিকাল তিনটায় বিভিন্ন স্থান হতে আগত ভিক্ষুরা দায়ক দায়িকার উদ্দেশ্যে ধর্ম-দেশনা প্রদান করা হয়েছে।
ডাকবাংলা অনথ আশ্রম বিহার অধ্যক্ষ উ: ক্ষেমাচারা ভিক্ষু জানান, প্রতি বছরের ন্যায় এবারও জাদিতে ঝিকঝাক আলো সজ্জিতচার পাশে সাজানো দেখা যায়। সন্ধ্যাবেলায় ছোট-বড় দায়ক দায়িকা সহ শতশত পুর্ণ্যার্থী সমবেত হয়ে বুদ্ধের কাছে মোমবাতি আগরবাতি ফুল পূজা করা হয়। রাতে দর্শনার্থীদের আনন্দ বিনোদনের জন্য গ্রাম বাংলা যাত্রা নাটক অনুষ্ঠিত হয়। পাহাড়িদের বিভিন্ন খাবার সহ নানা ধরনের খাবার বিক্রি করে ও ছোটদের খেলনা দোকান মোমবাতি দোকান আগরবাতি দোকান বিক্রি করতে দেখা যায়। এই মেলাতে আইন শৃঙ্খলা বাহিনী সহ স্থানীয় যুবক স্বেচ্ছাসেবক দল নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
ধর্মচক্র পূজা দাদি মেলা কমিটি গণমাধ্যমকে জানান, আগামীতেও আমরা সকলের সহযোগিতা পেলে সুন্দর পরিবেশে ধর্মচক্র পূজা মেলা, পূজা জাদি মেলা অনুষ্ঠান করা হবে বলে আজকের ধর্মচক্র পূজা কমিটি জানানা। সব্বে সত্তা সুখীতা হোন্ত জগতের সকল প্রাণী সুখী হউক। সাধু-সাধু-সাধু বলে জাদি সম্পন্ন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা