মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধিঃ
"গুণগত শিক্ষা, প্রযুক্তি দক্ষতা ও জাতীয় ঐক্য সদৃঢ় করার মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর"এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা ষ্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার ১০ম দ্বি-বার্ষিক কাউন্সিল ও আলোচনা সভা ২০২৫" অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০:০০ টায় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ভবন নিচে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ হলরুমের এ সভা আয়োজন করা হয়েছে।
মাচাং নেলসন ত্রিপুরা সঞ্চলনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাচাং ডা. সানাই প্রু ত্রিপুরা, সদস্য বান্দরবান পার্বত্য জেলা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাচাং সাগর ত্রিপুরা, সাধারণ সম্পাদক, ত্রিপুরা ষ্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাচাং এডভোকেট খুশিরায় ত্রিপুরা, সভাপতি, ত্রিপুরা কল্যাণ সংসদ, বান্দরবান জেলা শাখা, খামলাই ম্রো, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা, এডভোকেট উবাথোয়াই মারমা, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা, মাচাং জন ত্রিপুরা সহ সভাপতি, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, কেন্দ্রীয় কমিটি ও সহ শিক্ষিকা জুরাতি ত্রিপুরা, ডন্ বস্কো উচ্চ বিদ্যালয়, বান্দরবান পর্বত্য জেলা এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাচাং লাভেদ ত্রিপুরা, সভাপতি, ত্রিপুরা ষ্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ, বান্দরবান জেলা শাখা। আরো উপস্থিত হয়েছেন বান্দরবান জেলার শাখা বিভিন্ন উপজেলায় দায়িত্ব প্রাপ্ত সদস্য ও সদস্যা নেতৃ বৃন্দ।
গুণগত শিক্ষা, প্রযুক্তি দক্ষতা, ও জাতীয় ঐক্য সদৃঢ়ভাবে কাজ করার জন্য (টিএসএফ) সংগঠনের নতুন দায়িত্ব প্রাপ্ত সদস্য ও সদস্যা নেতৃবৃন্দর প্রতি বিশেষ আহ্বান জানান প্রধান অতিথি ডাঃ সানাই প্রু ত্রিপুরা, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
বক্তারা আরো বলেন, যেকোনো কাজ করতে গেলে শত বাধা-বিগ্ন ও বিভিন্ন প্রতিকূলতা সম্মুখীন হতে হবে। সুতরাং সাহস, স্ব ইচ্ছা, পরিশ্রম, গুণগত শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য প্রজন্ম ছাত্র- ছাত্রীদের এই আহ্বান জানান।
সহকারী শিক্ষিকা জুরাতি ত্রিপুরা বলেন, যেকোনো কাজের শুধু পুরুষরাই অংশগ্রহণ করলে সেটা সুন্দর দেখাইনা, আর যেকোনো কাজের শুধু নারীরাই অংশগ্রহণ করলেও সুন্দর দেখাই না। নারী পুরুষ সবাইকে এগিয়ে আসতে হবে। এক সাথে কাজ করতে হবে। যেকোনো কাজের স্বতঃর্সফুতভাবে অংশগ্রহণ করার জন্য নারীদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আর গুণগত শিক্ষা ও প্রযুক্তি দক্ষতা নিয়ে পড়াশুনা করতে উৎসাহ দেন এবং পড়াশুনার প্রতি আরো মনোযোগ দিতে আহ্বান করেন। একজন মা সু- শিক্ষিত হলে, জাতি শিক্ষিত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
এর পরে আগামী দুই বছরের জন্য বান্দরবান শাখা ৭ টি উপজেলায় যারা নতুন দায়িত্ব নিয়ে (টিএসএফ) সংগঠনের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তাদেরকে শপথ পাঠ করান মাচাং সাগর ত্রিপুরা, সাধারণ সম্পাদক, ত্রিপুরা ষ্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি। তারপর নীতিমালাগুলো বুঝিয়ে দায়িত্ব হস্তান্তর করান তিনি।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা