চিংথোয়াইঅং মারমা;থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলায় কর্মহীন হয়ে পড়ে থাকা নৌকা চালক, গাড়ি চালক ও পর্যটক গাইড সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) দুপুরে উপজেলা সদরে বাজার প্রাঙ্গনে প্রশাসনে সহযোগিতায় জেলা পরিষদের অর্থায়নে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, সাম্প্রতিক সময়ে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা ব্যাংক ডাকাতিসহ কর্মতৎপরতার কারণে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমনে বেশ কয়েক দফায় নিষেধাজ্ঞা জারি করা হয়। যার ফলে পর্যটক গাইডসহ নৌকা চালক ও গাড়ি চালকদের কর্মহীন হয়ে যাওয়ায় আর্থিক অবস্থা আশঙ্কাজনক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তদের জেলা পরিষদ অর্থায়নে নিবন্ধিত নৌকা চালক ৩০জন, গাড়ি চালক ২৫জন এবং পর্যটক গাইড ১৩৭জনকে ৫০ কেজি চাল ও নগদ ১ হাজার ৭শত টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তংঞ্চঙ্গ্যা, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মারমা, থানচি বিজিবি’র হাবিলদার ইমাম প্রমুখ।
এছাড়াও নৌকা চালক সমিতি, বি-৭০ গাড়ি চালক সমিতি এবং পর্যটক গাইড সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।