থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ
সনাতন ধর্মের সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা উৎসবের ঘিরে শক্তিশালী স্বেচ্ছাসেবকসহ পর্যাপ্ত পরিমান আইপি ও সিসিটিভি ক্যামেরা স্থাপন নিয়ন্ত্রণ সাথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আছিম উদ্দীন মিয়া।
তিনি আরো বলেন, বান্দরবানের থানচিতে সনাতন সমপ্রদায়ের শারদীয় দুর্গাপুজা ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা উৎসবের সম্প্রীতি বজায় রাখতে ও আইন শৃংঙ্খলা রক্ষার্থে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩রা অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আছিফ উদ্দীন মিয়ার সভাপতিত্বে শারদীয় দূর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা-২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উদযাপন কমিটি, জনপ্রতিনিধি, পুলিশ, বিজিবি, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি আনসার, সরকারী কর্মকর্তাদের সমন্বয় করে উপজেলা আইন শৃংঙ্খলার নিয়ন্ত্রণ কমিটি, ইউনিয়ন ও পুজামন্ডবের কমিটি গঠন করা হয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, থানা প্রতিনিধি সাব ইন্সপেক্টর মোঃ আলমগীর হোসেন প্রমূখ।
এছাড়াও প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন মাহবুব, সমবায় অফিসার খোকন চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মসফিকুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জমির উদ্দিন’সহ উপজেলা সরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, ইউপির চেয়ারম্যানগণ, উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদক এবং গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।