Dhaka , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

থানচিতে পর্যটন কেন্দ্র খ্যাত থুইসা পাড়ায় ভয়াবহ আগুন

print news

 

থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ

 

বান্দরবানে থানচিতে দুর্গম এলাকা তিন্দু ইউনিয়নের পর্যটন কেন্দ্র খ্যাত থুইসা খ্যাং পাড়ার ১১টি বসত বাড়ি-ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৭ মে) সকালে থানচি সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে থুইসা পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বিজিবি সদস্যরা আহতদেরকে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্প এর মেডিকেল সহকারী টিম প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সকালে একজনের রান্না চুলার থেকে আগুনের সুত্রপাঠ ঘটে বলে জানাগেছে। আহতরা বর্তমানে আশঙ্কা মুক্ত।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, থানচি সদর থেকে দক্ষিণ-পূর্বে আমিয়াখুম, ভেলাখুম ও দেবতাপাহাড় রাস্তার সংলগ্নে পর্যটন খ্যাত থুইসা পাড়ার আগুনে পুড়ে ১১টি বসতঘরে সম্পূর্ণভাবে ছাই হয়ে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিনজনের আহত হয়েছে।

435970836 979267193579703 8710021664357932178 n

অগ্নিকাণ্ডে তথ্য খবর সত্যতা নিশ্চিত করে ২নং তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানান, থানচি সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে খ্যাং সম্প্রদায়ে থুইসা পাড়া। সেখানে ৫টি কটেজসহ ১১ বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির আনুমানিক ১২ লাখের বেশি। ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে বলে জানান তিনি।

 

থানচি উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের অফিস ইনচার্জ সাব-অফিসার মো. ইসমাইল মিয়া জানান, তিন্দু ইউনিয়নের দুর্গম এলাকা থুইসা পাড়ায় ১১টি বসতঘর আগুনে পুড়ে যাওয়ার সাংবাদিকদের মাধ্যমে খবরটি জানতে পেরেছি। এলাকাটি দুর্গম এবং নেটওয়ার্ক বিহীনের কারণে যথাসময়ে খবর পাওয়া যায়নি।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

থানচিতে পর্যটন কেন্দ্র খ্যাত থুইসা পাড়ায় ভয়াবহ আগুন

প্রকাশিত: ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
print news

 

থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ

 

বান্দরবানে থানচিতে দুর্গম এলাকা তিন্দু ইউনিয়নের পর্যটন কেন্দ্র খ্যাত থুইসা খ্যাং পাড়ার ১১টি বসত বাড়ি-ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৭ মে) সকালে থানচি সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে থুইসা পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বিজিবি সদস্যরা আহতদেরকে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্প এর মেডিকেল সহকারী টিম প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সকালে একজনের রান্না চুলার থেকে আগুনের সুত্রপাঠ ঘটে বলে জানাগেছে। আহতরা বর্তমানে আশঙ্কা মুক্ত।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, থানচি সদর থেকে দক্ষিণ-পূর্বে আমিয়াখুম, ভেলাখুম ও দেবতাপাহাড় রাস্তার সংলগ্নে পর্যটন খ্যাত থুইসা পাড়ার আগুনে পুড়ে ১১টি বসতঘরে সম্পূর্ণভাবে ছাই হয়ে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিনজনের আহত হয়েছে।

435970836 979267193579703 8710021664357932178 n

অগ্নিকাণ্ডে তথ্য খবর সত্যতা নিশ্চিত করে ২নং তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানান, থানচি সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে খ্যাং সম্প্রদায়ে থুইসা পাড়া। সেখানে ৫টি কটেজসহ ১১ বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির আনুমানিক ১২ লাখের বেশি। ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে বলে জানান তিনি।

 

থানচি উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের অফিস ইনচার্জ সাব-অফিসার মো. ইসমাইল মিয়া জানান, তিন্দু ইউনিয়নের দুর্গম এলাকা থুইসা পাড়ায় ১১টি বসতঘর আগুনে পুড়ে যাওয়ার সাংবাদিকদের মাধ্যমে খবরটি জানতে পেরেছি। এলাকাটি দুর্গম এবং নেটওয়ার্ক বিহীনের কারণে যথাসময়ে খবর পাওয়া যায়নি।