Dhaka , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় গাড়ি জব্দ ও চালকসহ ৪জন আটক।

print news

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানের থানচি উপজেলায় ঘটে যাওয়া সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত জীপ গাড়ী ও চালকসহ মোট ৪ জনকে আটক করেছে পুলিশ।

বান্দরবান জেলা পুলিশের এক প্রেস রিলিজ থেকে জানা যায়, ৭ এপ্রিল রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে থানচি সদরের টিএন্ডটি পাড়া থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সাদা রংয়ের জীপ (ঢাকা মেট্রো-ন-১১-৩০০৭) জব্দ করা হয়। জীপটির ড্রাইভার কফিল উদ্দিন সাগরকে (২৮) আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এরপর রাত ১১টার দিকে বান্দরবান সদর উপজেলার রেইচা চেক পোস্ট এলাকা থেকে  ব্যাংক ডাকাতির সাথে জড়িত আসামী বম সম্প্রদায়ের আরো তিনজনকে আটক করা হয়।।

আটককৃতরা হলেন- ১. ভাননুন নুয়াম বম , পিতা- জিংচুন নুং বম, মাতা- সংনুনজির বম, সাং- রোনিন পাড়া, ৬নং ওয়ার্ড, ১নং রোয়াংছড়ি উপজেলা। অপর দুইজন থানচি উপজেলার ৩নং সদর ইউনিয়নের সিমত্লাংপি পাড়ার বাসীন্দা লাল মুন চমের সন্তান জেমিনিউ বম ও আমে লনচেও বম।

জানা যায়, আটককৃত তিনজন কেএনএফ এর সক্রিয় সদস্য।  তারা থানচির ব্যাংক ডাকাতি মামলার আসামী। তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, গত ০৩/০৪/২০২৪ তারিখ বান্দরবানের থানচি উপজেলা সদরের সোনালী ও কৃষি ব্যাংকে একদল অস্ত্রধারীদের অর্তকিত হামলায় ব্যাংকে উপস্থিত থাকা লোকজনদের জিম্মি করে দুই ব্যাংক হতে মোট সাড়ে সতেরো লক্ষ টাকা লুট করে পালিয়ে যায়।

Tag :
জনপ্রিয়

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় গাড়ি জব্দ ও চালকসহ ৪জন আটক।

প্রকাশিত: ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
print news

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানের থানচি উপজেলায় ঘটে যাওয়া সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত জীপ গাড়ী ও চালকসহ মোট ৪ জনকে আটক করেছে পুলিশ।

বান্দরবান জেলা পুলিশের এক প্রেস রিলিজ থেকে জানা যায়, ৭ এপ্রিল রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে থানচি সদরের টিএন্ডটি পাড়া থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সাদা রংয়ের জীপ (ঢাকা মেট্রো-ন-১১-৩০০৭) জব্দ করা হয়। জীপটির ড্রাইভার কফিল উদ্দিন সাগরকে (২৮) আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এরপর রাত ১১টার দিকে বান্দরবান সদর উপজেলার রেইচা চেক পোস্ট এলাকা থেকে  ব্যাংক ডাকাতির সাথে জড়িত আসামী বম সম্প্রদায়ের আরো তিনজনকে আটক করা হয়।।

আটককৃতরা হলেন- ১. ভাননুন নুয়াম বম , পিতা- জিংচুন নুং বম, মাতা- সংনুনজির বম, সাং- রোনিন পাড়া, ৬নং ওয়ার্ড, ১নং রোয়াংছড়ি উপজেলা। অপর দুইজন থানচি উপজেলার ৩নং সদর ইউনিয়নের সিমত্লাংপি পাড়ার বাসীন্দা লাল মুন চমের সন্তান জেমিনিউ বম ও আমে লনচেও বম।

জানা যায়, আটককৃত তিনজন কেএনএফ এর সক্রিয় সদস্য।  তারা থানচির ব্যাংক ডাকাতি মামলার আসামী। তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, গত ০৩/০৪/২০২৪ তারিখ বান্দরবানের থানচি উপজেলা সদরের সোনালী ও কৃষি ব্যাংকে একদল অস্ত্রধারীদের অর্তকিত হামলায় ব্যাংকে উপস্থিত থাকা লোকজনদের জিম্মি করে দুই ব্যাংক হতে মোট সাড়ে সতেরো লক্ষ টাকা লুট করে পালিয়ে যায়।