চিং থোয়াইঅং মারমা;থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ২০২৫-২০২৬ চক্রের উপকারভোগী বাছাই ও নির্বাচন সংক্রান্ত বান্দরবানের থানচিতে উপজেলা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা মিলনায়তন হলরুমে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইউএনও রাকিব হাসান চৌধুরী ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় উপকারভোগী বাছাই ও নির্বাচন সংক্রান্ত উপজেলা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার ওয়াহিদুজ্জামান মুরাদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান প্রমূখ। এছাড়াও উপজেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ২০২৫-২০২৬ চক্রের উপকারভোগী বাছাই ও নির্বাচন সংক্রান্ত উপজেলা কমিটি স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে প্রকৃত গরীব অস্বচ্ছ মহিলাদের বাছাই করার জন্য আলোচনা করা হয়। একই সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরিবার থেকে নাম অন্তর্ভুক্ত না করার জন্য বিশেষ ভাবে নির্দেশ দেয়া হয়েছে।