থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ
সারাদেশে ন্যায় যথাযোগ্য মর্যাদায় বান্দরবানে থানচিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত, ১২.০১ মিনিটে উপজেলা সকল সরকারি দপ্তর, প্রেসক্লাব’সহ আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠন, সংস্থাসমূহ ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ভাষা শহীদদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পরিকল্পনার কর্মসূচি বাস্তবায়নে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা সকল অধিদপ্তরের পতাকা উত্তোলনে মাধ্যমে দিবসটি পালন করা হয়। পরে বেলা ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মানুন সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন, উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ ও উপজেলা প্রকৌশলী মোঃ ইমদাদুল হক প্রমুখ। এছাড়াও উপজেলা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তাগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এবং আলোচনা সভা শেষে মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, নান্দনিক হাতে লেখা ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।