থানচি (বান্দরবান) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানের থানচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন, থানার পুলিশ বাহিনী, প্রেসক্লাব, উপজেলা সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন রাজনৈতিক–সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ও শহীদদের প্রতি সম্মান জানানো হয়েছে।
এরপর সকাল সাড়ে ৮টায় থানচি কলেজ মাঠপ্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন মধ্যদিয়ে দিনব্যাপী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল। সেখানে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং কুচকাওয়াজের অংশগ্রহণে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলা বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা