নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ
রাঙ্গামাটি জেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ দীপংকর তালুকদারের সাথে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা বিনিময় ও সৌজন্যে সাক্ষাৎ করেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে চম্পক নগর নিজ বাসভবনে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন রাঙ্গামাটি জেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
নেতৃবৃন্দরা। সৌজন্যে সাক্ষাৎ এ কাপ্তাই সীতা পাড়া বেঃপ্রঃ বিঃ প্রধান শিক্ষক উচিংমং মার্মার নেতৃত্বে উপস্থিত ছিলেন সুবিকাশ চাকমা, সুমনা চাকমা, গৌরিকা চাকমা, প্রমোধ বিকাশ চাকমা, সাংবাদিক মিকেল চাকমা, আকর্ষণ চাকমা, সুপন চাকমা, জগল বিন্দু চাকমা, জ্যোতিলাল চাকমা, রেবিন চাকমা, সৌষ্ঠব চাকমা, যুগমনি
চাকমা, সাজু চাকমা, এডিসন চাকমা, পার্বতী চাকমা প্রমূখ।