উথোয়াইচিং মারমা; বান্দরবান :
বান্দরবানে জেলা বিএনপি দীর্ঘ বছর পর দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সাচিংপ্রু জেরি ও ম্যাম্যাচিং দুটি দল একই সহবস্থানে এসে এক বিশাল মহা সমাবেশের আয়োজন করেছে।
সমাবেশে পাহাড়ে বসবাসরত ১৩টি সম্প্রদায়ের জনগোষ্ঠীর যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঐতিহ্যবাহী রাজার মাঠ প্রাঙ্গণে জেলা বিএনপির মহা সমাবেশটি অনুষ্ঠিত হয়।
এ সময় বান্দরবানের জেলা ও বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন সম্প্রদায়ের জনগোষ্ঠীরা মিছিল নিয়ে ঐতিহ্যবাহী রাজার মাঠে এসে উপস্থিত হয়। সমাবেশের আগে পাহাড়ের ১৩ টি সম্প্রদায়ের নাচ গানের মধ্য দিয়ে এক সাংসৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল।
সমাবেশে তিনি বলেন, শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবে। যেকোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করে বিচার করা হবে। গত ১৫ বছরে প্রশাসন ছিল আজ্ঞাবহ, আদালতে ন্যায়বিচার ছিল না, পুলিশের নিরাপত্তার চাদর খসে পড়েছিল। দেশের জনগণ তা উপলব্ধি করেছে।
বিএনপির হাতকে শক্তিশালী করার প্রস্তুত হয়েছে। বিএনপি পাহাড়ের মানুষের জন্য আস্থা, ভরসা ও শৃঙ্খলার সমৃদ্ধ একটি দল। পাহাড়ের ১৩টি জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ দেখে তিনি বলেন, বিএনপির মূল শক্তি এই ঐক্যবদ্ধ জনগণ।
সমাবেশে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, বান্দরবান জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরী, সাধারণ সম্পাদক জাবেদ রেজা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মাম্যাচিং, জেলা বিএনপির সদস্য অধ্যাপক ওসমান গণি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা