বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর অতি দুর্গম ৩নং ওয়ার্ডের ভাঙামুড়া এলাকায় আগুনে ৪ বসতঘর পুড়ে যাওয়া পরিবারের মাঝে ত্রাণ ও গৃহস্থলির কাজে ব্যবহৃত প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করলেন দেবতিষ্য ভিক্ষু।
সোমবার (১ এপ্রিল) দুপুর দেড়টায় ভাঙা মুড়া এলাকায় বিতরণের সময় উপস্থিত ছিলেন ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, ভদন্ত উপায়া নন্দ থের, কার্বারী এবং পাড়াবাসী।
এসময় ত্রান বিতরণকালে তিনি জানান, পালবার লিংক সেন্টার শিশু সদন বিলাইছড়ি এরপক্ষ হতে এইসব সামগ্রী বিতরণ করা হয়। রান্নার চুলা হতে আগুনের সুত্রপাত হয়েছে জানা যায়। তা-ই রান্না করা সরঞ্জাম এবং চাউল ডাল, তৈল, আলু, সাবান, মসলা জাতীয় খাবার, গ্লাস, জগ, মগ, নাপ্পি সহ প্রায় ২৭ প্রকার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্থ পরিবার আলি আহমদ তঞ্চঙ্গ্যা, প্রেম কুমার তঞ্চঙ্গ্যা, পাকি জয় তঞ্চঙ্গ্যা এবং কাঞ্চন কুমার তঞ্চঙ্গ্যা। তাদের থাকার মাচাং ঘর পুড়ে একেবারে ছাই হয়ে যায়। এভাবে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সবার আগে সহায়তার হাত বাড়িয়ে দেন এই বৌদ্ধ ভিক্ষু।