মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দূর্গম উত্তর ডলু এলাকার কয়েকটি পশ্চাৎপদ পাহাড়ির এলাকায় শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ম্রাসাথোয়াই বেসরকারী প্রাথমিক বিদ্যালয়। মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের অবহেলিত এই পাহাড়ের শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষেই ২০১৩ সালে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। প্রতিষ্ঠার এক দশকে প্রাতিষ্ঠানিক অবকাঠামোগত দৃশ্যমান কোন উন্নয়ন না হলেও বেশ কৃতিত্বের সাথে শিক্ষার আলো ছড়াচ্ছে স্কুলটি। তবে বৃহত্তর স্বার্থে প্রতিষ্ঠানটি এগিয়ে নেয়া প্রয়োজন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য প্রদান করেন প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা। বিদ্যালয়ের সভাপতি আম্যে মগের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক অংগ্য মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী, মারমা ঐক্য পরিষদের স্থায়ী কমিটির উপদেষ্টা মংশি মারমা, বিশিষ্ট লেখক ও গবেষক মংশি মারমা, মারমা ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ক্যজরী মারমা, রুনেল মারমা ও উপজেলা শাখা সভাপতি আপ্রুসি মগ প্রমূখ।
আলোচনা শেষে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী হিসেবে খাতা-কলম, স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণ করেন অতিথিরা।