সাইফুল ইসলাম, রামগড়ঃ
আওয়ামী লীগ'র দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারী ২০২৫ (মঙ্গলবার) বিকেল ৫ ঘটিকার সময় পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন এর নেতৃত্বে দলীয় অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভূইয়া, যুগ্ন সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ সুজায়েত আলী, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন হারুন, যুগ্ম সম্পাদক এড. করিম উল্লাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফায়েত উল্লাহ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন প্রমুখ।
প্রতিবাদ সভায় নেতৃবৃন্দরা বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। ৫ আগস্টের আগে যে সকল সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে, সেই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। তারা আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি, দ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে।
এছাড়াও সভায় রামগড় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা