সিএইচটি বার্তা ডেস্কঃ
গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আর বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দীর্ঘ ১৫ বছরের অধিক এত পরিশ্রমের পরও কিছু মানুষের এমন আন্দোলন দেখে তিনি খুবই হতাশ।
বৈষম্যবিরোধী কোটা আন্দোলন থেকে শুরু হওয়া শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন সহিংস রূপ নেয়ার পর সরকার পতনে আন্দোলনের রূপ নেয়। এই আন্দোলনের মধ্যে দিয়ে সারা দেশে সহিংসতায় অন্তত ৩০০ মানুষের প্রাণহানি।
এই পরিস্থিতিতে সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তিনি সামরিক হেলিকপ্টার যোগে প্রতিবেশী দেশ ভারতের আঁগরতলা হয়ে রাজধানী দিল্লিতে চলে যান। ইতোমধ্যে তিনি যুক্তরাজ্যের রাজনৈতিক ভাবে আশ্রয়ের জন্য সহযোগিতা চেয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে প্রকাশ।
বিবিসিকে তিনি আরও বলেছেন, রবিবারও তার মা শেখ হাসিনা পদত্যাগের প্রশ্নে দ্বিধায় ছিলেন। পরিশেষ পরিবারের কথা চিন্তা করে নিরাপত্তার স্বার্থে তিনি দেশ ছেড়েছেন।
স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে স্বপরিবারে নিহত হওয়ার পর ২০০৮ সালে আবারও ক্ষমতায় আসার পর টানা সাড়ে ১৫ বছর তিনিই একটানা বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব ছিলেন।
বিবিসির প্রশ্নে জয় বলেন, বাংলাদেশকে তিনি নতুন করে যেভাবে গড়ে তুলেছেন। বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র থেকে উঠে এসে এখন এশিয়ার অন্যতম দেশ হিসেবে পরিণত হয়েছে। কিন্তু এই উন্নয়ন সবই হতাশাগ্রস্থ এবং তিনি এসব দেখেই খুবই হতাশ।
সুত্রঃ বিবিসি আওয়ারনিউজ