সিএইচটি বার্তা ডেস্কঃ
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকারী ও দলমত নির্বিশেষে বিএনপি, জামায়াত সহ সকল বিরোধীদলের সহযোগী সংগঠনের জোরালো আন্দোলনের প্রেক্ষিতে ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেছেন আজ দুপুরে।
সারাদেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই মধ্যরাত থেকে সারাদেশে কারফিউ জারি করা হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হলে দেশে অরাজকতার সৃষ্টি হয়। কিন্তু প্রধানমন্ত্রীর আলোচনার আহ্বান উপেক্ষা করেও শনিবার সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলন ডাক দেয় কোটা আন্দোলনকারী বৈষম্যবিরোধী ও ।
শিক্ষার্থীদের এই আন্দোলনে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো সহমত পোষণ করে যোগ দিয়েছেন। এর পাশাপাশি রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন যোগ দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম সুত্রে জানাগেছে, দেশত্যাগের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লীতে নিরাপদে অবস্থান করছেন বলে জানাগেছে। তবে যুক্তরাজ্য রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করা হলে সেদেশের স্থান দেয়া হয়নি বলে গণমাধ্যম সুত্রে প্রকাশ।